ফের পিছিয়ে গেল বাংলাদেশের খেলা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২১, ১১:২১ এএম


ফের পিছিয়ে গেল বাংলাদেশের খেলা

বৃষ্টির বিপাকে পড়েছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট। গতকালের (সোমবার) বাংলাদেশের ম্যাচটি হওয়ার কথা ছিল আজ (মঙ্গলবার)। বৃষ্টির জন্য আজও হবে না জামালদের ম্যাচ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচের সময়সূচিতে আবার পরিবর্তন হয়েছে।  

বাংলাদেশ দলকে মৌখিকভাবে ম্যাচটি আগামীকাল হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা। বাংলাদেশ সিশেলসের ম্যাচ ছিল স্থানীয় সময় বিকেল চারটায় আর শ্রীলঙ্কা ও মালদ্বীপ রাত নয়টায়। 

বৈরী আবহাওয়ার জন্য আজকের সূচি পরিবর্তন হয়েছে। আবহাওয়ার পুর্বাভাসে সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তাই শ্রীলঙ্কার ম্যাচটি বিকেল সোয়া তিনটার দিকে এগিয়ে এনে টুর্নামেন্ট উদ্বোধন করা হচ্ছে। বাংলাদেশের ম্যাচটি পুনরায় স্থগিত হয়েছে। 

বিকেলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা থাকায় বাংলাদেশ দল অনুশীলন করতে পারে। শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ম্যাচে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করার কথা রয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর। 
 
এজেড/এমএইচ

Link copied