ইব্রাহীমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ নভেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম


ইব্রাহীমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

টানা বৃষ্টিতে কলম্বোর রেসকোর্স মাঠ অনেকটা ভারী। সিশেলসের অর্ধ আরো বেশি ভারী তুলনামূলক। বাংলাদেশ দল এমন ভারী মাঠে প্রথমার্ধে এক গোলের লিড নিয়েছে। যদিও প্রথমার্ধে তিন গোলে লিড নেয়ার মতো সুযোগ ছিল বাংলাদেশের। সিলেশসের বক্সে বেশি কাদা থাকায় ফরোয়ার্ডরা অবশ্য স্বাভাবিক শট নিতে পারেননি অনেক সময়।

ম্যাচের ১৬ মিনিটে লিড এনে দেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহীম। ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা লম্বা থ্রু ঠেলেন। বাংলাদেশের মিডফিল্ডার ও সিশেলসের ডিফেন্ডারদের ফাঁকে বল পান ইব্রাহীম। বলটি নিয়ন্ত্রণে নিয়ে একজন কাটিয়ে বক্সের মধ্যে প্রবেশ করেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড। কোণাকুণি শটে গোল করেন ইব্রাহীম। 

সিশেলস মাঝ মাঠে বল দখলের লড়াইয়ে বাংলাদেশকে টক্কর দিলেও গোল করার মতো কিছু করতে পারেননি। একবার দূর পাল্লার শট নিয়েছিল সিশেলসের ফরোয়ার্ড। গোলরক্ষক জিকো সরাসির গ্রিপে না আনতে পারলেও কোনো বিপদ হয়নি বক্সের মধ্যে কেউ না থাকায়। 

ইব্রাহীম ৪১ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করেন। বক্সের মধ্যে ফ্রি থেকেও ভালো মতো শট নিতে পারেননি। একদম গোলের সুযোগ মিস করেন ইব্রাহীম। অধিনায়ক জামাল ভূঁইয়াও এ রকম একটি সুযোগ মিস করেন মিনিট দশেক আগে। তাদের এই ব্যর্থতার পেছনে বক্সের কাদাও কারণ হতে পারে। 

এজেড/এনইউ

Link copied