পিএসজি থার্ড ডিভিশনের দল না, মনে করালেন এমবাপে

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২১, ০৩:৫০ পিএম


পিএসজি থার্ড ডিভিশনের দল না, মনে করালেন এমবাপে

ছোটবেলার স্বপ্ন রিয়াল মাদ্রিদে খেলা। নিজের স্বপ্নপূরণের চেষ্টা কিলিয়ান এমবাপে চলতি মৌসুমে করেছিলেন বেশ জোরেশোরে। সেটি জানা সবারই। কিন্তু শেষ অবধি সম্ভব হয়নি। তাকে ছাড়তে রাজি হয়নি বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। 

চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। অনেকেই ভাবছেন, আগামী মৌসুমে এমবাপে খেলবেন রিয়ালের হয়ে। কিন্তু চলতি মৌসুমে যখন যেতে পারেননি, তিনি কি হতাশ ছিলেন? এমবাপে দিয়েছেন তার জবাব। তবে মনে করিয়ে দিয়েছেন, তিনি থার্ড ডিভিশনে খেলছেন না। 

অ্যামাজন প্রাইমের এক ডকুমেন্টারিতে এমবাপে বলেছেন, ‘এটা সহজ ব্যাপার না। যা কিছুই হোক, আমি বড় কোনো ক্লাবের হয়ে খেলতে চাই। সবাই আমাকে জিজ্ঞেস করে আমি হতাশ কি না...হ্যাঁ, শুরুর দিকে (রিয়ালে যেতে না পারার) কিছুটা ছিলাম যখন ছেড়ে যেতে চেয়েছি। কিন্তু আমি এখন থার্ড ডিভিশনে খেলি না।’

ইউরোতে তিনি পেনাল্টি মিস করেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষে। তাতে ইউরো শেষ হয়ে গিয়েছিল ফ্রান্সের। এজন্য পরে বেশ কথাও শুনতে হয়েছে এমবাপের। তিনি বলছেন, অন্য কিছু নিয়ে বেশি ভাবছিলেন। তবে এটিও বলেছেন, স্বার্থপর খেলোয়াড় নন তিনি।

এমবাপে বলেছেন, ‘ইউরোর সময় আমি নিজেকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। বাবা-মায়ের সঙ্গে বেশি কথা বলছিলাম, আমি জানতাম পিএসজি ছাড়তে চাই। আমার পরিবার আমাকে বলেছে খেলায় মন দিতে। হয়তো আমি জিনিসে বেশি মনোযোগ দিয়ে ফেলছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমি ফ্রান্স চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছি। এটাই দেখায় যে আমি স্বার্থপর খেলোয়াড় না যে শুধু গোল করার কথা ভাবে। তবে আমি জানি এর চেয়েও ভালো কিছু করা যেত।’

এমএইচ/এটি

Link copied