লম্বা সময় পর এমন ‘ভালো’ বার্সেলোনা দেখছেন তিনি

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর ২০২১, ০৯:০৮ এএম


লম্বা সময় পর এমন ‘ভালো’ বার্সেলোনা দেখছেন তিনি

বার্সেলোনার দুর্দশার কথা সবারই জানা। লিগ দৌড় থেকে অনেক দূরে তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে গেছে ইতোমধ্যেই। সংশয় জেগেছে আগামী মৌসুমেও এই টুর্নামেন্টে খেলা নিয়ে। এই আশা ভালোভাবে টিকিয়ে রাখতে হলে মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে জয়টা খুব দরকার জাভির দলের।

কয়েক মাস আগে ক্লাবটির কোচের দায়িত্ব নিয়ে নতুন করে আশা জাগাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি। গেল ম্যাচেও এলচের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে তার দল। অনেকদিন পর এত ভালো বার্সেলোনাকে দেখছেন বলে জানিয়েছেন আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ সেভিয়া কোচ হুলেন লুপেতেগুই।

তিনি বলেছেন, ‘আমাদের খুব কঠিন একটি ম্যাচ ছিল। এখন আরও কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে উন্নতি করা প্রতিপক্ষের বিরুদ্ধে। এমন বার্সেলোনাকে অনেকদিন পর দেখছি। বেশ কিছু তরুণ খেলোয়াড়ের উত্থান হয়েছে দলটিতে, যেটা অন্য দলে দেখা কঠিন। তবে তরুণ হলেও তারা খুব খুব ভালো, দেম্বেলেও ফিরেছে।’

‘আমরা খুব শক্তিশালী বার্সেলোনার প্রত্যাশাই করছি। জাভির ছোঁয়াও পেয়েছে তারা। এলচের বিপক্ষে তারা খুব ভালো ছিল, যদিও ফলাফল মাঠে আমরা যেটা দেখেছি সেটা বলবে না। তারা অনেকদিক থেকেই শক্ত দল। তাদের পরিষ্কার চিন্তা আছে, আমাদের রক্ষণে ও আক্রমণে অনেক কিছু করতে বাধ্য করবে।’

রোনাল্ড কোম্যানের অধীনে বার্সেলোনার পারফরম্যান্স গিয়ে ঠেকেছিল তলানিতে। শেষ পর্যন্ত তাকে বরখাস্তই হতে হয়েছে। বার্সেলোনার দায়িত্বে এখন ক্লাবটির আরেক কিংবদন্তি জাভি। দুই কোচের মধ্যে তফাৎ কেমন? এ নিয়ে মন্তব্যই করতে চাইলেন না লোপেতেগুই।

তিনি বলেছেন, ‘আমি কোনো কোচ বা নির্দিষ্ট দলকে তুলনা করব না। তবে এই বার্সেলোনা জানে তারা কী চাচ্ছে এবং সঠিক খেলোয়াড় দিয়েই সেটি করছে। তাদের বেশ তরুণ কিন্তু সামর্থ্যবান স্প্যানিশ জাতীয় দলের ফুটবলার আছে।’

এমএইচ

Link copied