রিয়ালের কাছে হারকে ‘টার্নিং পয়েন্ট’ বলছে বার্সা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পিএম


রিয়ালের কাছে হারকে ‘টার্নিং পয়েন্ট’ বলছে বার্সা

শেষ পাঁচ এল ক্লাসিকোতেই হার। বার্সেলোনার ভাগ্যের চাকা যেন ঘুরছেই না। তবে গত রাতের পারফরম্যান্স কিছুটা হলেও উজ্জ্বল ছিল বার্সার। দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। এতে খুশি দলটির কোচ জাভি হার্নান্দেজ। এই ম্যাচের হারকে টার্নিং পয়েন্ট মনে করেন তিনি।

জাভি কী বলেছেন

‘আমরা পুরো ৯০ মিনিট দারুণ খেলেছি। মাদ্রিদ যেভাবে রক্ষণ থেকে আক্রমণে উঠেছে, সেটাই আমাদের ক্ষতি করেছে। আমরা ম্যাচের অনেকটা সময় আমরাই ছিলাম শ্রেয়তর দল ছিলাম। এটা একটা গুরুত্বপূর্ণ দিক।’

‘আমরা অনেকটা সময় আধিপত্য বিস্তার করেছি। প্রতি আক্রমণগুলো রুখতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা, তা আমরা আগে আলোচনাও করেছি। তারা আমাদের ভুলগুলো কাজে লাগিয়েছে। আমরা মাথা উঁচু করেই যাচ্ছি, তবে ফলাফলটা নিয়ে দুঃখ তো থাকবেই। তবে এখানে দুই মাস ধরে আছি, আমরা ঠিক পথেই আছি, নিজেদের ফিরে পেতে হলে এমন কিছু টার্নিং পয়েন্ট প্রয়োজন আমাদের।’

‘খেলোয়াড়দের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ দলের প্রতি তাদের নিবেদন আছে। তারা সবাই খেলতে চায়, তাদের মধ্যে কেউ কেউ আছে অনেক তরুণ, তাদেরকে থামাতে হবে আমাদের। কারণ, ফলাফল পাওয়াটা আমাদের জন্য সময়ের ব্যাপার।’

‘চোট থেকে খেলোয়াড়রা ফেরত আসছে, তাতে আমাদের দল গঠনের কাজটা আরও কঠিন হয়ে পড়ছে। ফেররান, আনসু, যে পার্থক্য গড়ে দিয়েছিল, পেদ্রি... তারা দলকে বেশ দারুণ একটা অনুভূতি দিয়ে গেছে, আর ভবিষ্যতেও পার্থক্য গড়ে দেবে।’

‘যদি আজকের কথা বলি, আমরা তাদের কাছাকাছিই ছিলাম। আমরা লিগে ১৭ পয়েন্ট পিছিয়ে, তবে আজ আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। একটু এদিক ওদিক হলে জিততেও পারতাম। বার্সাও ফাইনালে খেলার মতো যোগ্য দল। আমরা ঠিক পথেই আছি।’

Link copied