সূচি নিয়ে ফের জটিলতা, জরুরি বৈঠক

৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ৪৮ ঘণ্টা র কম সময় নতুন লিগ শুরু হওয়ার। ঠিক সেই মুহূর্তে আবার ফিকশ্চার নিয়ে জরুরি বৈঠকে বসছে বাফুফের পেশাদার লিগ কমিটি। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সাড়ে সাতটায় বাফুফে ভবনে লিগ কমিটি জরুরি বৈঠকে বসবে।
গতকাল মধ্যরাতে বাফুফে ইমেইলের মাধ্যমে ক্লাবগুলোকে খসড়া ফিকশ্চার পাঠায়। আজ সকালের দিকে ফিকশ্চারের প্রিন্টকপি ক্লাবগুলোতে গিয়েছে। খসড়া ফিকশ্চারের উপর ক্লাবগুলোকে আজ দুপুর একটার মধ্যে মতামত জানাতে বলেছিল বাফুফে। কয়েকটি ক্লাব খসড়া ফিকশ্চারের উপর মতামত দিয়েছে।
এই মতামতগুলোর প্রেক্ষিতে বাফুফে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে। সম্প্রতি ফেডারেশন কাপ ফিকশ্চারের পদ্ধতি পরিবর্তন করায় বসুন্ধরা কিংস শক্ত ভূমিকা নিয়েছিল। তাই লিগ শুরুর আগে ফিকশ্চারের বিষয়ে বাফুফে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জরুরি সভার মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে চায়।
বাফুফের খসড়া ফিকশ্চার প্রথম লেগের ১১ রাউন্ড পর্যন্ত দেয়া হয়েছে। ১১ রাউন্ডে সব মিলিয়ে ৬৬ ম্যাচ। এই ৬৬ ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। বাকি ৫৫ টি ম্যাচ মুন্সিগঞ্জ ও টঙ্গী স্টেডিয়ামে। বাফুফের সভায় বলা হয়েছিল প্রতিটি ভেন্যুতে প্রতিটি দলের সমান ম্যাচ থাকবে যেহেতেু কারো কোনো ভেন্যু নেই। খসড়া ফিকশ্চারে সেই সিদ্ধান্তের প্রতিফলন দেখা যায়নি। মুন্সিগঞ্জের শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে একটি ক্লাবের প্রথম লেগের ১১ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ রয়েছে।
আর্মি স্টেডিয়ামে লিগ আয়োজনের অনুমতি পায়নি ফেডারেশন। বসুন্ধরা কিংস ভেন্যুর অনুমতি নিয়েও রয়েছে খানিকটা ধোয়াশা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগ ম্যাচ আয়োজনের কর্তৃত্ব বাফুফে এখনো পায়নি বলে জানা গেছে। খসড়া ফিকশ্চারে আবাহনী-মোহামেডান দ্বৈরথ রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।
খসড়া ফিকশ্চারে প্রথম লেগ শেষ ১৯ মার্চ। পরের দিন থেকে মধ্যবর্তী দলবদল। জাতীয় দলের ফিফা উইন্ডোর জন্য ১৭-৩০ মার্চ জাতীয় দলের ক্যাম্পের সময়সুচি।
এমএইচ