এবার মোহামেডানের বিপক্ষেও ড্র চট্ট. আবাহনীর

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ পিএম


এবার মোহামেডানের বিপক্ষেও ড্র চট্ট. আবাহনীর

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ের ধারা বজায় রাখতে পারেনি। আজ লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহামেডান ১-১ গোলে ড্র করেছে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। অধিনায়ক সুলেমান দিয়েবাতের গোলে লিড নিলেও শেষ পর্যন্ত জিততে পারেনি সাদা কালো দলটি। 

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলই সমান প্রাধান্য বিস্তার করেছে। কখনো একচেটিয়া আধিপত্য ছিল না কারো। এমন ম্যাচে মোহামেডান ২৮ মিনিটে লিড নেয়। তাদের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে বক্সের ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে বল জালে জড়ান। সাদাকালোদের অধিনায়ক আগের ম্যাচেও গোল করেছিলেন। 

অস্ট্রেলিয়ান কোচ শেন লী’র শিষ্যরা বিরতিতে যায় এক গোলের লিড নিয়ে। সেই লিড অবশ্য বেশিক্ষণ টিকে থাকেনি। বিরতির দুই মিনিট পরেই ম্যাচে সমতা আনে মারুফের দল। কামরুল ইসলামের করা কর্নার সরাসরি গোললাইন অতিক্রম করে। রেফারি সাইমুন সানি প্রথমে গোল দেননি। চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি কিছুক্ষণ পর গোলের বাঁশি বাজান। 

ম্যাচে সমতা আসার পর দুই দলই গোলের চেষ্টা করে। উভয় দল একাধিক সুযোগ নষ্ট করে। ম্যাচের শেষ দিকে মোহামেডানের মাসুদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ কয়েক মিনিট সাদা কালোরা দশ জন নিয়ে খেলে। অন্তিম মুহূর্তে দশ জনের মোহামেডানকে চেপে ধরে চট্টগ্রাম আবাহনী। শেষ মিনিটে বক্সের সামনে একটি ফ্রি কিকও পেয়েছিল। সেই ফ্রি কিক মোহামেডানের গোলরক্ষক সুজন ঠেকিয়ে দেন। কর্নার হলেও সময় পেরিয়ে যাওয়ায় রেফারি ম্যাচ শেষের বাঁশি দেন। কর্নার কিক না নিতে পারায় অসন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা। 

স্বল্প শক্তির দল নিয়েও কোচ মারুফ তার দলকে এখনো অজেয় রেখেছেন। আগের ম্যাচে শক্তিশালী শেখ রাসেলের বিরুদ্ধেও ড্র করেছিল চট্টগ্রাম আবাহনী। তিন ম্যাচে মারুফের দলের পয়েন্ট পাঁচ। সমান ম্যাচে ঢাকা মোহমেডানেরও পয়েন্ট পাঁচ। 

এদিকে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে স্বাধীনতা সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এটি বারিধারার লিগে প্রথম পয়েন্ট। অন্য দিকে লিগের নবাগত দল স্বাধীনতা ক্রীড়া সংঘের এটি চতুর্থ পয়েন্ট।

এজেড/এনইউ

Link copied