পেলের মূত্রনালীতে সংক্রমণ, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৪ এএম


পেলের মূত্রনালীতে সংক্রমণ, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

বয়সটা ৮১ হয়ে গেছে। শরীরে জেঁকে বসেছে নানা সমস্যা। গত কয়েক বছর ধরেই তাই পেলেকে জনসম্মুখে দেখা যায় না। ৮১ বছর বয়সের পেলের কোমরে অস্ত্রোপচার হয়েছে। এর ফলে হাঁটতে সমস্যা হয় তার। বাসার চেয়ে বেশি সময় থাকেন হাসপাতালেই। 

আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে পেলেকে। ব্রাজিলের ফুটবল কিংবদন্তিকে সর্বশেষ ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কেমো দেওয়ার জন্য। এখন চিকিৎসকদের ধারণার চেয়েও বেশি সময় তাকে হাসপাতালে থাকতে হবে। পেলের মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে তাকে।

সাও পাওলো হাসপাতালের তরফে দেওয়া মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, হাসপাতালে থাকার সময় কিছু পরীক্ষা করা হয় পেলের। সেই সময় তার মূত্রনালীতে সংক্রমণ দেখতে পাওয়া যায়। সেই কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে পেলেকে।

তবে অন্য কোনও সমস্যা নেই বলেই জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। ফলে কয়েক দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। বিগত কয়েক বছর ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পেলে। 

এমএইচ

Link copied