নাটকীয় নবম রাউন্ডে রাকিবের পুলিশ শীর্ষে

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৯ মার্চ ২০২২, ১১:১৪ এএম


নাটকীয় নবম রাউন্ডে রাকিবের পুলিশ শীর্ষে

প্রিমিয়ার বিভাগ দাবা লিগে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান অস্টম রাউন্ড পর্যন্ত যুগ্মভাবে শীর্ষে ছিল। নবম রাউন্ডে পুলিশ এককভাবে শীর্ষস্থান নিয়েছে। পুলিশ সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেছে আর বাংলাদেশ বিমান তিতাস চেস ক্লাবের সঙ্গে হেরেছে। ফলে পুলিশ ১৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে, বিমান ১৬ ও সাইফ ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। 

নবম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ২-২ গেম পয়েন্টে সাইফ স্পোর্টিং ক্লাবের সাথে ড্র করে। বাংলাদেশ পুলিশের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি, গুকেশ সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবকে ও সাইফ স্পোর্টিং ক্লাবের ইরানী গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়া বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিবকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ড মাস্টার এরিগাসি অর্জুন ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে সাইফ স্পোর্টিং ক্লাবের জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মিখাইল মচেডলিশভ্যালি ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে ড্র করেন।

বাংলাদেশ বিমান এ রাউন্ডে তিতাস ক্লাবের কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরে গেছে। তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার ছায়েফ উদ্দীন লাভলু, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মা যথাক্রমে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ’র সাথে ড্র করেন।

শাহিন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। শাহিন চেস ক্লাবের পক্ষে ভারতীয় আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভি প্রনব ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের শওকত হোসেন পল্লব, ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দে শফিক আহমেদের সাথে ড্র করেন।  

এজেড/এটি

Link copied