সাতবারের দ্রুততম মানব অসুস্থ 

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২২, ১০:৩১ এএম


সাতবারের দ্রুততম মানব অসুস্থ 

মোশাররফ হোসেন শামীম বাংলাদেশের কৃতি অ্যাথলেট। টানা সাত বার দ্রুততম মানব ছিলেন। এক সময়ের দ্রুততম মানবও বয়সের কাছে ধরাশায়ী। নানাবিধ রোগে আক্রান্ত।

সপ্তাহ খানেক মৃদু স্ট্রোকে আক্রান্ত হন শামীম। এরপর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বাসায় ফিরলেও অসুস্থতার ধকল কিছুরা রয়েছেই,' আল্লাহর রহমতে কোনো অংশ অবশ বা বড় কিছু হয়নি। হালকা স্ট্রোক হয়েছিল। বারডেমে ভর্তি ছিলাম কিছু দিন। মৃদু স্ট্রোক হলেও এর প্রভাব তো জীবনযাপনে পড়বেই '।

মোশাররফ হোসেন শামীম সত্তর দশকে অ্যাথলেট ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র টানা সাতবার দ্রুততম মানব ছিলেন। ষাটোর্ধ বয়সে নানা সংকটময় সময়েও সেটাই তার বড় তৃপ্তির জায়গা, ' আমার রেকর্ডের অনন্যতা হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশীপে টানা সাতবার দ্রুততম মানব। এজন্য মানুষ এখনো আমাকে স্মরণ করে। '

এক সময়ের অ্যাথলেটিকস ফেডারেশনেও ছিলেন। এখন অবসর জীবনে পরিবার নিয়েই থাকতে স্বাচ্ছন্দ্য,' ফেডারেশন ছাড়ার পর আর স্টেডিয়ামমুখী হইনি৷ বিটিএমসির চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাই।'

এজেড/এটি

Link copied