করোনার কবলে এশিয়ান গেমস, স্থগিত বাংলাদেশের অনুশীলন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মে ২০২২, ০৫:৩০ পিএম


করোনার কবলে এশিয়ান গেমস, স্থগিত বাংলাদেশের অনুশীলন

গত মার্চ থেকে শুরু হয়েছিল এশিয়ান গেমসের অনুশীলন। তবে যে গেমসকে সামনে রেখে শুরু হয়েছিল এই অনুশীলন, সেই এশিয়ান গেমস স্থগিত হয়ে গেছে আয়োজক দেশ চীনে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায়। যার ফলে অনুশীলন শুরুর দুই মাস পর আগামীকাল থেকে স্থগিত হচ্ছে তা। 

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ট্রেনিং ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব একে সরকার আজ এক চিঠিতে বিভিন্ন ফেডারেশনকে আগামীকাল থেকে গেমসের জন্য অনুশীলন বন্ধের নির্দেশ দেন। গেমস কর্তৃপক্ষ নতুন তারিখ ঘোষণা করলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ফেডারেশনগুলোকে তখন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এশিয়ান গেমস স্থগিত হলেও কমনওয়েলথ এবং ইসলামিক সলিডারিটি গেমস অবশ্য স্থগিত হচ্ছে না। এই দুই গেমসের জন্য বিভিন্ন ফেডারেশন তাদের অনুশীলন অব্যাহত রেখেছে। 

এজেড/এনইউ

Link copied