ইরানে থেকেই দুঃসংবাদ শুনলেন বাংলাদেশের অ্যাথলেট

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মে ২০২২, ১১:৩৪ এএম


ইরানে থেকেই দুঃসংবাদ শুনলেন বাংলাদেশের অ্যাথলেট

সর্ববামে আল আমিন

বাংলাদেশের জাতীয় অ্যাথলেট আল আমিন বাবাকে হারিয়েছেন। গতকাল রাতে ঢাকা সিএমএইচে আল আমিনের বাবা ইন্তেকাল করেন। বাবার ইন্তেকালের মুহূর্তে আল আমিন ছিলেন ইরানে। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ আহমেদ বিষয়টি আজ (মঙ্গলবার) সকালে নিশ্চিত করে বলেন , ‘এটি একজন ক্রীড়াবিদের জন্য কতটুকু যে কষ্টের এটা শুধুমাত্র তিনিই অনুধাবন করতে পারেন। আল্লাহ তাকে শোক সহ্য করার শক্তি দিক।’ 

ইমাম রেজা কাপে অংশ নেওয়ায় আল আমিন এখন ইরানে অবস্থান করছেন। গত ২৭ মে তিনি দেশ ছেড়েছেন। ২৯ ও ৩০ মে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ১ জুন দেশে ফেরার কথা রয়েছে তার। 

১৫০০,৫০০০,১০০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ পদক রয়েছে আল আমিনের। কৃতি এই অ্যাথলেটের বাবার মৃত্যুতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে। 

এজেড/এইচএমএ

Link copied