আরচ্যারী কোচেস কোর্সের সার্টিফিকেট বিতরণ

টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্রে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-১” এর সমাপণী দিবসে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৩ জন প্রশিক্ষকের হাতে পার্টিসিপেশন সার্টিফিকেট তুলে দেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কোচেস এন্ড জাজেস উন্নয়ন সাব-কমিটির আহবায়ক মিসেস শামীমা সাত্তার মিমু। এ সময় উপস্থিত ছিলেন সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব লে: কর্ণেল মো: আফজালুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কোর্সের কোর্স কন্ডাক্টর, আরচ্যারী ইন্টারন্যাশনাল কনসালটেন্ট, ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশনের প্রাক্তন ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ডাইরেক্টর মি: পাসকেল কলমেয়ার, সহকারী কোর্স কন্ডাক্টর, বিকেএসপি আরচ্যারী বিভাগের বিভাগীয় প্রধান ও প্রশিক্ষক মো: নূরে আলম, কোর্স সমন্বয়কারী মো: রফিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সহকারী সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মো: হুমায়ুন কবির রুবেল, রফিকুল ইসলাম টিপু এবং কোচেস এন্ড জাজেস উন্নয়ন সাব-কমিটির সদস্য তানভীর আহমেদ।
একই প্রশিক্ষকের অধীনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অর্থায়নে (অলিম্পিক সলিডারিটির আওতায়), ওয়ার্ল্ড আরচ্যারী ফেডারেশনের সহায়তায় এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় “অলিম্পিক সলিডারিটি আরচ্যারী কোচেস কোর্স ২০২২, লেভেল-৩” আগামী ১২ হতে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্সে ১৭জন প্রশিক্ষক অংশগ্রহণ করবেন।
এইচএমএ