বিশ্ব অ্যাথলেটিকস থেকে কমনওয়েলথের পথে দ্রুততম মানব

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জুলাই ২০২২, ১০:৩০ এএম


বিশ্ব অ্যাথলেটিকস থেকে কমনওয়েলথের পথে দ্রুততম মানব

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান কমনওয়েলথ গেমস খেলতে আমেরিকা থেকে ইংল্যান্ডে ফিরছেন। আমেরিকায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে তিনি দ্বিতীয় পর্বে উঠেছিলেন। পরে অবশ্য দ্বিতীয় পর্বে দৌড়াননি।

ইমরানকে গতকাল আমেরিকান সময় দুপুরে বিমানবন্দরে বিদায় জানান অ্যাথলেটিকস ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট নূর উদ্দীন চৌধুরী নয়ন এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। সাধারণ সম্পাদক ইমরানের ব্যাপারে বলেন, ‘ডাক্তার জানিয়েছেন ইমরানের কোনো গুরুতর সমস্যা নেই। ইংল্যান্ডে পৌঁছে সে কমনওয়েলথের প্রস্তুতি শুরু করতে পারবে।’

আরও পড়ুন >> ছয় দিনে দুই গেমস ইমরানের

বাংলাদেশের দ্রুততম মানবের পরিবার ইংল্যান্ডের লন্ডনে বসবাস করে। তাই আমেরিকায় খেলা শেষ করে লন্ডন ফিরছেন। ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসের জন্য তিনি লন্ডন থেকে প্রস্তুতি নেবেন। 

ওরিগন থেকে ইমরান লন্ডনের পথে রওনা হয়েছেন গতকাল। ফেডারেশনের দুই কর্মকর্তা নিউইয়র্ক যাচ্ছেন। সেখান থেকে ২৫ জুলাই বার্মিংহামে পৌঁছাবেন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

এজেড/এইচএমএ/এটি

Link copied