টাইমিংয়ে উন্নতি, তবু কমনওয়েলথ থেকে বিদায় ইমরানের

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ আগস্ট ২০২২, ০৮:৫৭ পিএম


টাইমিংয়ে উন্নতি, তবু কমনওয়েলথ থেকে বিদায় ইমরানের

ইমরানুর রহমান/ফাইল ছবি

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে নিয়ে প্রত্যাশা ছিল। পদক না হলেও পরবর্তী রাউন্ডে খেলবেন ইমরান। এমন আশায় বুক বেঁধেছিলেন ক্রীড়াঙ্গনের অনেকে। 

সেই প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি। হিট থেকে পরবর্তী রাউন্ডে উঠতে পারেননি। ৭ নম্বর হিটে ইমরান তৃতীয় হয়ে বিদায় নিয়েছেন। 

প্রতি হিট থেকে দুই জন সেমিফাইনালে উঠেছেন। ইমরানের হিটে দ্বিতীয় হয়েছেন ওয়েলসের স্প্রিন্টার। তার টাইমিং ছিল ১০.৩৫ সেকেন্ড। বাংলাদেশের দ্রুততম মানব ১০.৪৬ সেকেন্ড নিয়ে তৃতীয়। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের অরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.৪৭ সেকেন্ড টাইমিং করেছিলেন। 

কমনওয়েলথ গেমসে এর চেয়ে ০.০১ সেকেন্ড কমিয়ে এনেছেন। এরপরও তিনি বাদ পড়েছেন। ইমরানের বিদায়ের পর কমনওয়েলথে বাংলাদেশে আর সম্ভাবনাময় ইভেন্ট রইল না। বাকি ইভেন্টগুলো শুধু অংশগ্রহণের স্বার্থেই।

ইমরানের হিটে প্রথম হয়েছেন প্রথম হয়েছেন ঘানার অ্যাথলেট। আফ্রিকা মহাদেশের স্প্রিন্টারের টাইমিং ১০.১৯ সেকেন্ড। 

এজেড/এটি/এনইউ

Link copied