অক্টোবরে শুরু ঘরোয়া টিটি

বাংলাদেশের টেবিল টেনিস গত কয়েক মাস আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ ব্যস্ত ছিল। আন্তর্জাতিক ব্যস্ততা শেষে এবার ঘরোয়া সূচিতে ব্যস্ত থাকবে দেশের অন্যতম এই ইনডোর ডিসিপ্লিন।
১৩-২০ অক্টোবর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর টিটি লীগ। এবারের লিগের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। ঢাকা মহানগর লিগে প্রিমিয়ার, প্রথম বিভাগের ক্লাবগুলো অংশগ্রহণ করবে। পুরুষ লিগের পাশাপাশি মহিলা লিগও চলবে।
৪-৮ অক্টোবর বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দলবদল কার্যক্রম চলবে। এবারের লিগে কোনো দল বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না। শনিবার বিকেলে সাইদুল হক সাদীর সভাপতিত্বে ফেডারেশনের অনুষ্ঠিত লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
আজকের সভায় মহিলা লিগ চ্যাম্পিয়ন আবাহনী, প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের প্রতিনিধি, প্রথম বিভাগ চ্যাম্পিয়ন ধানমন্ডি সেন্ট্রাল, পাললিক, মেরিনার্স, এ্যজাক্স, ওয়ারী, বয়েজ ক্লাবের প্রতিনিধিসহ কাউন্সিলরশিপ প্রাপ্ত ২৫টি ক্লাবের (প্রিমিয়ার ডিভিশন (পুরুষ) ১০টি ক্লাব, ফার্স্ট ডিভিশন (পুরুষ) ১০ দশটি ক্লাব ও মহিলা লীগের পাঁচটি ক্লাব) মধ্যে ২১ টি ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
এজেড/এইচএমএ