কর্পোরেট কাবাডির ফাইনাল আগামীকাল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম


কর্পোরেট কাবাডির ফাইনাল আগামীকাল

প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট নারী কাবাডির ফাইনাল আগামীকাল। পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে দুপুর তিনটায় শিরোপার জন্য লড়বে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া। 

আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে শিরোপা প্রত্যাশী টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার বলেন, ‘দেশের প্রথমবার আয়োজিত হয়েছে কর্পোরেট মেয়েদের কাবাডি লিগ। তাই ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই। আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী সরকার, সোমা আক্তার, রুপালী আক্তার। কোচ বাদশা মিয়ার নির্দেশনা মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরাই জিতব ইনশাল্লাহ।’ 

ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তার বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য করপোরেট কাবাডির শিরোপা জেতা। সেই রসদও আমাদের রয়েছে। জাতীয় দলের খেলোয়াড় স্বরস্বতী রায় ও আমি রয়েছি। আমরা ভালো খেলেই এখানে এসেছি। ডিসিপ্লিনের মধ্য দিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও দুর্দান্ত খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।’ 

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভ ২৬-২৩ পয়েন্টে নরসিংদী লিজেন্ডসকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর নরসিংদী লিজেন্ডসকে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেকনো মিডিয়া। 

এজেড/এনইআর

Link copied