হ্যান্ডবলে আনসারের শিরোপা

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবলে নারী বিভাগে আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে। আজ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আনসার ৪৫-২৮ গোলে তেতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। প্রথমার্ধে আনসার ২৬-১২ গোলে এগিয়ে ছিল। আনসারের খাদিজা নারী বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচত হয়েছেন।
আগামীকাল পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিরোপার জন্য লড়বে বাংলাদেশ আনসারের বিপক্ষে। খেলা শেষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরসহ অন্যান্যরাও থাকবেন।
এজেড/এনইআর