আরচ্যারিতে পদক বরণ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম


আরচ্যারিতে পদক বরণ

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে বাংলাদেশ আরচ্যারী দল রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১টি গোল্ড ও রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ১টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। 

বাংলাদেশ দল গতকাল (মঙ্গলবার) চাইনিজ তাইপে থেকে দেশে এসে পৌঁছায়। ক্যাম্পে অবস্থানরত আরচ্যারদের উৎসাহ দেওয়ার জন্য টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

এসময় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আলহাজ এ এম ফজলুর রহমান মুকুল, ডা: মো: এহছানুল করিম, শামীমা সাত্তার মিমু, মো: রফিকুল ইসলাম টিপু ও সকল আরচ্যারবৃন্দ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো: মইনুল ইসলাম (অব:)। উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার জনাব রুবাইয়েত আহমেদ, টিম ম্যানেজার জনাব মো: আয়নাল হক স্বপন, প্রধান প্রশিক্ষক মি: মার্টিন ফ্রেডরিক ও কোচ মোহাম্মদ হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: ফারুক ঢালী । টুর্নামেন্টে অংশগ্রহণের সকল সহায়তায় প্রদান করে সিটি গ্রুপ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এজেড/এফআই

Link copied