মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের অভিক

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৩, ০৯:১৪ পিএম


মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের অভিক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপ সিরিজে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই রেসার। সেপাং ইন্টারন্যাশল সার্কিটে এই চ্যাম্পিয়নশিপে রাউন্ড-১ এ খেলতে নেমে রেস-১ এ দ্বিতীয় স্থান অর্জন করেছেন অভিক আনোয়ার।

গ্রিড-৩ থেকে শুরু করেছিলেন অভিক। সেখানে ১ ঘন্টা ১ মিনিট সময় নিয়ে ২২ লেপে ৫ হাজার ৫৪৩ মিটার ট্র্যাক শেষ করেন। তার সর্বোচ্চ লেপ টাইমিং ছিল ২ মিনিট ২৯ সেকেন্ড।

চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরেক বাংলাদেশী রেসার  আইমান সাদাত ফিনিশিং লাইনে পৌঁছাতে পারেননি। কারণ রেসের ৪৩ তম মিনিটে তার হোন্ডা এফডিটুআর ড্রাইভ শ্যাফ্ট ভেঙে যায়। 

এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত বাছাই পর্বে অভিক ও আইমান দুজনেই উত্তীর্ণ হয়েছিলেন। অভিক হয়েছিলেন তৃতীয়। আর আইমান নিজের ক্যাটাগরিতে অষ্টম এবং সবমিলিয়ে ১২তম হয়েছিলেন। প্রতিযোগিতায় ৫১ জন রেসার অংশ নিয়েছেন।

আগামী রবিবার একই ভেন্যুতে রেস টুতে অভিক একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রিড টুতে যাত্রা শুরু করবেন। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আইমান রেস শুরু হবে গ্রিড ১৫-তে।

মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ (এমসিএস) হলো একটি জাতীয় রেসিং সিরিজ যা সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট (এসআইসি) দ্বারা মালয়েশিয়ায় ফোর-হুইল রেসিং খেলার প্রচার ও বিকাশের উদ্যোগ হিসাবে প্রচারিত এবং সংগঠিত।

এইচজেএস

Link copied