এশিয়া-সেরা ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরকে বিএসজেএ’র অভিনন্দন

সারা বিশ্বের ক্রীড়া লেখক ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন এআইপিএস। এআইপিএস মিডিয়া অ্যাওয়ার্ডে গতকাল মহাদেশীয় সেরাদের তালিকা প্রকাশ করেছে। এশিয়া মহাদেশে ইয়ং রিপোর্টার রাইটিং ক্যাটাগরিতে ঢাকা পোস্টের সিনিয়র স্পোর্টস রিপোর্টার আরাফাত জোবায়ের এশিয়ার মধ্যে প্রথম হয়েছেন। তার এই অর্জনে ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে বইছে অভিনন্দনের বার্তা।
ক্রীড়াবিদ, সংগঠক ও বিচারকরা বিভিন্ন মাধ্যমে এমন অর্জনের জন্য আরাফাত জোবায়েরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)।
আরাফাত জোবায়েরকে সম্বোধন করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত বাফুফের অভিনন্দন বার্তায় বলা হয়েছে, ‘ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ‘ইয়ং রিপোর্টার্স রাইটিং’ ক্যাটাগরিতে সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় বাফুফের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি নির্ভিক ও বস্তুনিষ্ঠ ক্রীড়া সংবাদ প্রকাশের মাধ্যমে ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।’
আরও পড়ুন >> এশিয়ার সেরা রিপোর্টার ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের
বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমানের স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন আরাফাত জোবায়েরের এই অর্জনের জন্য বিশেষ অভিনন্দন জানাচ্ছে। বিএসজেএ বিশ্বাস করে এই অর্জন আরাফাত জোবায়েরকে ভবিষ্যতে আরো ভালো প্রতিবেদন করতে উৎসাহিত করবে।’
গতকাল (২৪ মে) ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশন এশিয়া মহাদেশের ১১ ক্যাটাগরিতে র্যাংকিং প্রকাশ করে সেরাদের নাম জানায়। যেখানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা নিয়ে ধারাবাহিক (পাঁচ পর্বের) প্রতিবেদন করে একটি ক্যাটাগরিতে এশিয়ার শীর্ষস্থান অর্জন করেছেন আরাফাত জোবায়ের।
যে পাঁচ প্রতিবেদনের জন্য এমন স্বীকৃতি-
১) ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার জেলা মহিলা ক্রীড়া সংস্থা
৩) এনএসসি-মন্ত্রণালয়ও নীরব দর্শক!
৪) ঘাটতি কোচে, স্বল্পতা বিচারকেও
এজেড/এএইচএস