সুযোগ হারানো ফাহাদ চতুর্থ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৩, ০৯:১১ পিএম


সুযোগ হারানো ফাহাদ চতুর্থ

আগেরদিন অল্পের জন্য দাবায় জিএম নর্মস হাতছাড়া করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায় তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টারস সোয়মাস মিশ্রা ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার সিদ্ধার্থ জগদিশের সঙ্গে দ্বিতীয় অবস্থানের জন্য লড়েন। কিন্তু টাইব্রেকিংয়ে আন্তর্জাতিক মাস্টার ফাহাদের চতুর্থ হয়েছেন। এর আগে এই প্রতিযোগিতায় প্রথম কয়েক রাউন্ডে এককভাবে শীর্ষে ছিলেন তিনি।

এ টুর্নামেন্ট থেকে গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য আন্তর্জাতিক মাস্টার ফাহাদের প্রয়োজন ছিল ৭ পয়েন্ট। ১ পয়েন্টের জন্য ফাহাদ মাস্টারের নর্ম লাভ করতে পারেননি। নর্ম না আসলেও এই ইভেন্টে তার রেটিং ১৫ বাড়িয়ে নিয়েছেন। আজ শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ড্র করেন ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সঙ্গে। ভিয়েতনামের এই গ্র্যান্ডমাস্টার ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। 

গ্রুপ পর্যায়ে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২ জন ফিদে মাস্টারসহ মোট ১২ জন খেলোয়াড় এই ইভেন্টে অংশগ্রহণ করেন। আগামী ২৯ মে থেকে শুরু হতে যাওয়া হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায়ও ৩ জুন থেকে অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ।

এজেড/এএইচএস

Link copied