কাঠমান্ডুতে আটকা সালাউদ্দিনরা ও নেপাল কাবাডি দল

ফ্লাইট জটিলতায় কাল (সোমবার) দেশে যেতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে আসে। ফলে কাঠমান্ডু থেকে ঢাকাগামী যাত্রীরা গতকাল কাঠমান্ডুতেই অবস্থান করছেন। ইমিগ্রেশন হয়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনাতেই কাল রাতে কাঠমান্ডুতে অবস্থান করেছেন তারা।
কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ বিমানের মাধ্যমে জানা গেছে আজ আবহওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে কাঠমান্ডু থেকে দুপুর আড়াইটায় বাংলাদেশগামী যাত্রীরা রওনা হতে পারবেন। কাজী সালাউদ্দিন ও বাফুফে কর্তাদের পাশাপাশি নেপাল কাবাডি দলও আটকে গেছে। নেপাল কাবাডি দল বাংলাদেশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
গতকাল নেপাল কাবাডি দল ঢাকায় পৌঁছাতে না পারায় টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এসেছে। নেপাল গতকাল রাতে ঢাকায় পৌঁছাতে না পারায় বাংলাদেশ কেনিয়ার সঙ্গে খেলেছে।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিকরা। ২৯ মার্চ সোমবার রাতে বাংলাদেশ ৩২-২৯ পয়েন্টে কেনিয়াকে হারায়।
খেলার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। প্রথম দিকে ০-২ পয়েন্টে পিছিয়েও পড়ে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১৩-১১ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়ার সঙ্গে।
দ্বিতীয়ার্ধেও অভিজ্ঞতার কারণে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। তবে খেলার শেষ দিকে পয়েন্টের ব্যবধানে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৫-২৫, ২৬-২৬ পয়েন্টেও সমান থাকে। শেষ পর্যন্ত সব শঙ্কা দূর করে জয় নিয়ে ম্যাট ছাড়ে লাল সবুজরা। নির্দেশনা ছাড়াই ম্যাটে ঢুকে পড়ায় লাভেহিয়েন ওগোটাকে গ্রিন কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি। এর আগে অন্য ম্যাচে শ্রীলংকা ৪৫-১৬ পয়েন্টে পোল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পায়।
এজেড/এমএইচ