অলিম্পিকে স্বর্ণপদক পেলেন বাকপ্রতিবন্ধী মহিমা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০২৩, ০৭:০৯ পিএম


অলিম্পিকে স্বর্ণপদক পেলেন বাকপ্রতিবন্ধী মহিমা

ফাইল ছবি

জার্মানীর রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বানিয়াচংয়ের বাকপ্রতিবন্ধী ছাত্রী মহিমা আক্তার। 

গত ১৭ জুন থেকে ২৫ জুন বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন তাদের মধ্যে মাহিমা একজন। সে সাঁতারে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়লাভ করেছে। 

মাহিমা ২০২০ সালে জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করে। পরে সে তার বাবা-মায়ের সাথে জার্মান চলে যায়। মাহিমা আক্তার উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার শাহজাহান মিয়া ও সেলিনা বেগমের কন্যা। তারা বর্তমানে সেখানেই বসবাস করছেন। 

বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন বানিয়াচংয়ের মাহিমা আক্তার।

এইচজেএস 

Link copied