র্যাংকিং রাউন্ডে ৬৩তম দিয়া

ফাইল ছবি
ওয়ার্ল্ড আরচ্যারী চ্যাম্পিয়নশিপে জার্মানির বার্লিনে রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা হয়। রিকার্ভ ডিভিশনের পুরুষ বিভাগে বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ৭২০ এর মধ্যে ৬৫৮ স্কোর করে ১৬৭ জনের মধ্যে ৩১তম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪৪ স্কোর করে ৭৫তম এবং মো: সাগর ইসলাম ৬২৮ স্কোর করে ১১৩তম হয়েছেন। রিকার্ভ ডিভিশনের মহিলা সেকশনে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ৭২০ এর মধ্যে ৬১৮ স্কোর করে ১৪০ জনের মধ্যে ৬৩তম হয়েছেন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৪৭ টি দলের মধ্যে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও মো: সাগর ইসলাম) ১৯৩০ স্কোর করে ২৫তম, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৫৭ টি দলের মধ্যে বাংলাদেশ (রামকৃষ্ণ সাহা ও দিয়া সিদ্দিকী) ১২৭৬ স্কোর করে ২৭তম হয়।
বিশ্বের ৭৫টি দেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৫১৪ জন আরচ্যার অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে রিকার্ভ পুরুষ আরচ্যার ১৬৭ জন, রিকার্ভ মহিলা ১৪০ জন, কম্পাউন্ড পুরুষ আরচ্যার ১২২ জন ও কম্পাউন্ড মহিলা আরচ্যার ৮৫ জন। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৪৭টি, রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ৩৫টি, রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ৫৭টি, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ৩৩টি, কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ১৯টি এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ৪০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ আরচ্যারী দল এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে।
এজেড/এইচজেএস