এবার স্কুল-কলেজে তায়কোয়ান্দো

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৭ পিএম


এবার স্কুল-কলেজে তায়কোয়ান্দো

বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আত্মরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আত্মরক্ষার কৌশল হিসেবে তায়কোয়ান্দো খেলা দেশে ভালোই জনপ্রিয়তা পাচ্ছে। দেশের স্কুল ও কলেজের ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় খেলা খুব কমই গড়ায়। সেক্ষেত্রে ব্যতিক্রম তায়কোয়ান্দো ফেডারেশন। 

বিভিন্ন জেলা শহরের ২২টি স্কুল ও কলেজের প্রায় সাড়ে তিনশ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হচ্ছে জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ান্দো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী প্রতিযোগিতার খেলাগুলো জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হবে। 

ফেডারেশনের সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘স্কুল ও কলেজের অনেক ছাত্র ছাত্রীরা তায়কোয়ান্দো খেলে থাকে। তাদের নিয়েই আমরাদের এই আয়োজন। এখান থেকে আমরা ভালো মানের তায়কোয়ান্দোকা পাবো আশাকরি।’

এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘ওয়ালটন গ্রুপ সকল খেলার সঙ্গেই থাকে। তায়কোয়ান্দো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক ভালো করছে। স্কুল-কলেজ তায়কোয়ান্দোর মাধ্যমে ভালো খেলোয়াড় উঠে আসবে বলে আমরা বিশ্বা করি।’ 

এজেড/এমএইচ

Link copied