টেনিসে উন্নত প্রশিক্ষণের ক্যাম্প

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মার্চ ২০২৩, ১১:৫৪ এএম


টেনিসে উন্নত প্রশিক্ষণের ক্যাম্প

ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেনিস ফেডারেশন এখন অনেকটা গতিশীল। নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছে টেনিস। আগে টেনিস কোর্ট ছিল স্থবির, এখন বেশ চাঞ্চল্যময়। আজ থেকে শেখ জামাল টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে হাই পারফরম্যান্স টেনিস ট্রেনিং। 

ভারতের টেনিস প্রশিক্ষক দেবপ্রিয় দাসের (ঋষি) তত্ত্বাবধানে আজ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ‘হাই-পারফরম্যান্স টেনিস ট্রেনিং’ প্রোগ্রাম চলবে। প্রশিক্ষণ ক্যাম্পে বিকেএসপি, নওগাঁ, নরসিংদী উত্তরা ক্লাব ও শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৬ বছরের ১৮ জন নির্বাচিত খেলোয়াড়দের সমন্বয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ‘ভিশন-২০২৫’ এর লক্ষ্য অর্জনের অংশ হিসেবে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন। 

আজ মঙ্গলবার সকালে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ ও ভারতের টেনিস প্রশিক্ষক দেবপ্রিয় দাস (ঋষি) উপস্থিত ছিলেন।

এজেড/এইচজেএস 

Link copied