শান্ত টেনিস; হঠাৎ অশান্ত

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ মে ২০২৩, ০৮:২৭ পিএম


শান্ত টেনিস; হঠাৎ অশান্ত

টেনিস এক সময় স্থবির ছিল। গত বছর নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়ে নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে জুনিয়র পর্যায়ে জোর দিয়েছে। তবে অ-১২ দল গঠন নিয়ে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ। আজ দুপুরে টেনিস ফেডারেশন যখন সংবাদ সম্মেলন করছিল, তখন টেনিস কমপ্লেক্সের বাইরে কয়েকজন অভিভাবক প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেছেন। কারো হাতে লেখা, ‘ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি টেনিস ফেডারেশনকে দেখার জন্য’ কারো হাতে সরাসরি লেখা, ‘অ-১২ দল গঠন সঠিক হয়নি, স্বজনপ্রীতির মাধ্যমে গড়া হয়েছে’। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন চিত্র বিরল। 

রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী পরশু থেকে ছয় দেশের অংশগ্রহণে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগতের বাছাই খেলা আজ শুরু হবে। এই উপলক্ষে ফেডারেশন সংবাদ সম্মেলন ডাকলেও কর্মকর্তাদের দল গঠনে স্বজনপ্রীতি ও অভিভাবকদের অভিযোগ খন্ডাতেই বেশি সময় অতিবাহিত হয়েছে। 

অ-১২ দলে ডাক পেয়েছেন কাব্য গায়েন, মোহাম্মদ হায়দার, মো: রাকিন রহমান, হুমায়রা হায়দার জারা, মাসতুরা আফরিন, মালিহা চৌধুরী। এদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক হায়দারের সন্তান, ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তার মেয়ে। দল গঠন প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার বলেন, ‘যারা দলে এসেছেন তারা প্রত্যেকে প্রতিযোগিতায় অংশ নিয়ে যোগ্যতার মাধ্যমে এসেছেন। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে র‌্যাংকিং অনুযায়ী ছেলে ও মেয়েরা আন্তর্জাতিক এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে। তাছাড়া টেকনিক্যাল কমিটিও তাদেরকে বাছাই করেছে।’ যদিও বিক্ষোভরত অভিভাবকদের বক্তব্য, ‘ফেডারেশন স্বজনপ্রীতি করে দল গড়েছে’। 

dhakapost

বিক্ষোভরত অভিভাবকরা ফেডারেশনে প্রবেশ করতে চেয়েছিলেন। তাদের কমপ্লেক্সের ভেতরে যেতে দেয়া হয়নি। অভিভাবকদের বাধা দেওয়া প্রসঙ্গে সাধারণ সম্পাদক হায়দারের সঙ্গে থাকা সহ-সভাপতি মোতাহের হোসেন সাজু বলেন, ‘সংবাদ সম্মেলনে অভিভাবকদের কোনো কার্যক্রম নেই। তাছাড়া এখানে সবার প্রবেশাধিকারও নেই।’ 

টেনিস কমপ্লেক্স জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত। এখানে উঠতি খেলোয়াড়েরা অর্থ দিয়ে কোর্ট ব্যবহার করতে হয়। এ নিয়েও প্রশ্ন হলে সাধারণ সম্পাদক উত্তর দেন এভাবে , ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত রয়েছে একটি নির্দিষ্ট ফি গ্রহণ করার। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সাধারণ সম্পাদকের দায়িত্ব। এই বিষয়টি নির্বাহী সভায় উঠিয়ে আলোচনা করা যেতে পারে।’ 

ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ছয় দেশের ১৭ জন বালক ও ১৪ জন বালিকা অংশ নিচ্ছে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে কাজখস্তানে অনুষ্ঠেয় আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে খেলতে চায় বাংলাদেশ। কাজাখস্তানে অনুষ্ঠেয় এশিয়া অ-১২ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে চোখ রাখছেন সাধারণ সম্পাদক, ‘আমরা প্রত্যাশা করছি, আমাদের ছেলে মেয়েরা দক্ষিণ এশিয় এই বাছাই রাউন্ড পেরিয়ে কাজাখস্তানে অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে।’

ছেলে মেয়েদের ট্রেনিং নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘টেনিস কমপ্লেক্সে থেকে প্রতিদিন ছয় ঘন্টা অনুশীলন করছে ছেলে মেয়েরা। পড়ালেখার পাশাপাশি তারা খেলাকেও প্রাধান্য দিচ্ছে। ছোট ছেলে মেয়েদের ট্রেনিংয়ের বিষয়ে কিছু বিষয় রয়েছে। ছয় থেকে সাত বছর পর্যন্ত তাদের শরীর পুষ্টি সংগ্রহ করে। ১৮ বছরে তারা কিছু আয়ত্ব করে। এরপর তারা পেশাদারের দিকে এগিয়ে যায়।’ 

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ডেভেলপমেন্ট অফিসার জনাথন স্টাবস এবং ভারতের হুয়াইট ব্যাজ রেফারি প্রবিন কুমার নায়েক বাংলাদেশে আসবেন টুর্নামেন্ট উপলক্ষ্যে। বিভিন্ন দেশের খেলোয়াড় ও অফিসিয়ালদের আবাসন ব্যবস্থা করা হয়েছে হোটেল ফার্স অ্যান্ড রিসোর্টসে। ছয় দেশের এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আগামী পরশু প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এজেড/

Link copied