আইটিএফ টেনিসের সফল সমাপ্তি

ছবি: সংগৃহীত
আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ টেনিসের দলগত প্রতিযোগিতার দক্ষিণ এশিয়া আঞ্চলিক বাছাই থেকে বালক বিভাগে বাংলাদেশ ও ভারত ফাইনাল রাউন্ডে উঠেছে। অন্যদিকে বালিকা বিভাগ থেকে ফাইনাল রাউন্ডে গেছে শ্রীলংকা ও ভারত।
শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত চূড়ান্ত দিনের খেলায় বালক বিভাগে ভারত ৩-০ ম্যাচে বাংলাদেশকে এবং বালিকা বিভাগে শ্রীলংকা ৩-০ ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে। প্রতিযোগিতায় বালক বিভাগে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভূটান ও মালদ্বীপ এবং বালিকা বিভাগে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, ভূটান ও মালদ্বীপ অংশ নেয়। আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত ফাইনাল রাউন্ডের খেলা সেপ্টেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত হবে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টেনিস ফেডারেশনের সভাপতি ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সময় সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ ও আইটিএফ ডেভলপমেন্ট অফিসার সাউথ, সাউথ ইস্ট ও ইস্ট এশিয়া জনাথন স্টাবস উপস্থিত ছিলেন।
এজেড /এইচজেএস