তিন দিনে বাংলাদেশের এক জয়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম


তিন দিনে বাংলাদেশের এক জয়

ফাইল ছবি

বিশ্ব ক্রীড়াঙ্গনে টেনিস অত্যন্ত জনপ্রিয় এবং আকষর্ণীয় খেলা। বাংলাদেশে অবশ্য এই খেলার প্রচলন একটু কমই। তারপরও টেনিস ফেডারেশনের বর্তমান কমিটি আন্তর্জাতিক অঙ্গনে জুনিয়রদের নানা টুর্নামেন্টে দল পাঠাচ্ছে। 

আইটিএফ এশিয়া অনুর্ধ্ব ১২ দলগত প্রতিযোগিতায় কাজাখস্তানে আজ বাংলাদেশ থাইল্যান্ডের মোকাবেলা করে। প্রথম এককে বাংলাদেশের রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে থাইল্যান্ডের পানায়াতকে পরাজিত করে। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ০-৬, ১-৬ গেমে থাইল্যান্ডের চুয়াক্রাতকের কাছে হারে।

দ্বৈতের খেলায় বাংলাদেশের রাকিন রমনা ও মোহাম্মদ হায়দার জুটি ০-৬,০-৬ গেমে থাইল্যান্ডের চুয়াক্রতক সিয়াকুন ও কুসিরি থামা জুটির নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ দল ১-২ ম্যাচে থাইল্যান্ডের নিকট পরাজিত হয়। 

গত দুই দিনও বাংলাদেশ পরাজিত হয়েছে। আজ তৃতীয় দিন একটি এককে জয়লাভ করেছে শুধু।
 
এজেড/এইচজেএস
Link copied