পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় : প্রথম অধ্যায়
প্রিয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। পিইসি পরীক্ষায় নেপের মানবণ্টন অনুযায়ী ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ প্রশ্ন থাকবে। পিইসি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ১৫টি ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ প্রশ্ন থাকবে। পরীক্ষায় তোমাদের ১২টি প্রশ্নের উত্তর দিতে হবে। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ’ থেকে ১৩টি ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করব।
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো
১.--- সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ঘটনা।
উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবময় ঘটনা।
২. মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের প্রিয় দেশ ---।
উত্তর : মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ।
৩. ---সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র।
উত্তর : ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র।
৪. ---পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের ওপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন।
উত্তর : পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের ওপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন।
৫. ---সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে ।
উত্তর : ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
৬. ১৯৭১ সালের --- পাকিস্তান সেনাবহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ সংঘটিত হয়।
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান সেনাবহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ সংঘটিত হয়।
৭. ---সালের ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু হয়।
উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু হয়।
৮. ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা --- সরকার নামে পরিচিত।
উত্তর : ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত।
৯. উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী ---দায়িত্ব পালন করেন।
উত্তর : উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
১০. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ---।
উত্তর : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
১১. ---গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।
উত্তর : ‘মুজিবনগর সরকার’ গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়।
১২. ১৯৭১ সালের---মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়।
উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়।
১৩. মুক্তিবাহিনীর প্রধান সেনাপিতি ছিলেন--- ।
উত্তর : মুক্তিবাহিনীর প্রধান সেনাপিতি ছিলেন জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
এমকে