ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র : গল্প : সততার পুরস্কার
সুপ্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : সততার পুরস্কার’ থেকে ১২টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্প ভালো মতো টু দ্য পয়েন্ট পড়লে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর করতে পারবে।
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন : মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন।
প্রশ্ন : মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কী?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম ‘আঙুর’।
প্রশ্ন : বাংলা ব্যাকরণ রচনায় কে গুরুত্বপূর্ণ অবদান রাখেন?
উত্তর : বাংলা ব্যাকরণ রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : মুহম্মদ শহীদুল্লাহ কত সালে বিএ অনার্স পাস করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ ১৯১০ সালে বিএ অনার্স পাস করেন।
প্রশ্ন : কোন বংশের লোককে পরীক্ষার জন্য আল্লাহ ফেরেশতা পাঠান?
উত্তর : ইহুদি বংশের তিন লোককে পরীক্ষার জন্য আল্লাহ ফেরেশতা পাঠান।
প্রশ্ন : ‘সততার পুরস্কার’ গল্পে মুহম্মদ শহীদুল্লাহ মূলত কোন কাহিনি লিপিবদ্ধ করেছেন?
উত্তর : ‘সততার পুরস্কার’ গল্পে মুহম্মদ শহীদুল্লাহ মূলত হাদিসের কাহিনি লিপিবদ্ধ করেছেন।
প্রশ্ন : কার অনুগ্রহে তিনজনের শারীরিক ত্রুটি দূর হয়েছে?
উত্তর : ফেরেশতার অনুগ্রহে তিনজনের শারীরিক ত্রুটি দূর হয়েছে।
প্রশ্ন : অন্ধ ব্যক্তিকে ফেরেশতা কী প্রদান করেছিলেন?
উত্তর : অন্ধ ব্যক্তিকে ফেরেশতা ছাগল প্রদান করেছিলেন।
প্রশ্ন : ফেরেশতা কোন ছদ্মবেশে তিন জনের কাছে হাজির হলেন?
উত্তর : ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে তিন জনের কাছে হাজির হলেন।
প্রশ্ন : কারা নিজেদের পূর্বের অবস্থা অস্বীকার করল?
উত্তর : প্রথম দুজন নিজেদের পূর্বের অবস্থা অস্বীকার করল।
প্রশ্ন : ফেরেশতা কীসের তৈরি?
উত্তর : ফেরেশতা নূরের তৈরি।
প্রশ্ন : আল্লাহর দূতের কাছে ধবলরোগী কি চেয়েছিল?
উত্তর : আল্লাহর দূত ফেরেশতার কাছে ধবলরোগী একটি উট চেয়েছিল।
এমকে