অষ্টম শ্রেণির বাংলা : গল্প : তৈলচিত্রের ভূত (তৃতীয় পর্ব)
সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : তৈলচিত্রের ভূত’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে বেশি নম্বর পেতে সংশ্লিষ্ট গল্পের প্রতিটি লাইন আন্ডারলাইন করে মনোযোগসহকারে পড়বে। এতে পরীক্ষায় ওই গল্পের যেখান থেকেই প্রশ্ন করা হোক না কেন তোমরা তার উত্তর করতে পারবে।
২৪. ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মুখ্য উদ্দেশ্য কী?
(ক) ভৌতিক পরিবেশ সৃষ্টি (খ) অলৌকিক ঘটনার সমাবেশ (গ) শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা (ঘ) পাঠকদের নিছক আনন্দ দান
২৫. লাইব্রেরির পুরোনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ উল্টানো ছিল?
(ক) ১৫ তারিখ (খ) ১৪ তারিখ (গ) ১৩ তারিখ (ঘ) ১২ তারিখ
২৬. কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধাভক্তি বেড়ে গিয়েছিল?
(ক) ডাক্তারের (খ) মামার (গ) মামির (ঘ) কাকার
২৭. মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান?
(ক) পরাশয়ের (খ) নগেনের (গ) মেয়ের (ঘ) স্ত্রীর
২৮. সমস্ত সকাল নগেন কোথায় পড়ে থাকল?
(ক) বিছানায় (খ) লাইব্রেরিতে (গ) ডাক্তারের বাড়িতে (ঘ) পথেঘাটে
২৯. কীভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে?
(ক) বীরের মতো (খ) পাগলের মতো (গ) চোরের মতো (ঘ) স্বাভাবিকভাবে
৩০. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ডাক্তারের নাম কী?
(ক) নগেন (খ) গণেশ (গ) পরাশর (ঘ) সত্যানন্দ
৩১. নগেনের মামার বাড়ির লাইব্রেরিটি কোন আমলের ছিল?
(ক) নগেনের মামার আমলের (খ) নগেনের দাদামশায়ের আমলের (গ) নগেনের বাবার আমলের (ঘ) নগেনের চাচার আমলের
৩২. আলমারি কয়েকটি কেমন ছিল?
(ক) অল্প দামি আর অনেক দিনের পুরোনো (খ) দামি ও নতুন (গ) চকচকে ও দামি (ঘ) অল্প দামি কিন্তু নতুন
৩৩. নগেনের মামার তৈলচিত্রটি দেয়ালের কোথায় ছিল?
(ক) কোনায় (খ) পূর্ব দিকে (গ) মাঝামাঝি (ঘ) মেঝের কাছে
৩৪. তৈলচিত্রের কাছে গিয়ে নগেন কী বলেছিল?
(ক) আমায় যেতে দাও মামা (খ) আমায় ক্ষমা করো মামা (গ) আমায় দোয়া কর মামা (ঘ) আমি যেন বড় হতে পারি মামা
৩৫. মামার ছবিটি কখন লাগানো হয়েছিল?
(ক) মামার মৃত্যুর আগে (খ) মামার মৃত্যুর পর (গ) দাদার মৃত্যুর আগে (ঘ) নগেনের জানা ছিল না
উত্তর : ২৪. গ, ২৫. ঘ, ২৬. খ, ২৭.খ, ২৮. ক, ২৯. গ, ৩০. গ, ৩১. খ, ৩২. ক, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. ক।
এমকে