একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (এগারো পর্ব)
সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। উদ্দীপকসহ বহুনির্বাচনি প্রশ্ন আসলে উদ্দীপকটি বুঝে পড়ে প্রশ্নের উত্তর করবে। তাহলে তোমরা বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে।
১২৯. প্রাপ্তি প্রদান হিসাব-
i. আর্থিক অবস্থার বিবরণীর একটি অংশ ii. প্রারম্ভিক ও সমাপনী নগদ ব্যালেন্স নির্দেশ করে iii. একটি আয়-ব্যয় বিবরণী
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩০. বছর শেষে অব্যবসায়ী প্রতিষ্ঠানে দায় অপেক্ষা সম্পত্তির বাড়তিকে বলা হয়-
i. মূলধন ii. মূলধন তহবিল iii. সমাপনী মূলধন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হিসাবে বিবেচনার অযোগ্য-
i. উইলকৃত ধন-দৌলত ii. আজীবন সদস্য চাঁদা iii. পণ্য বিক্রয়লব্ধ অর্থ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩২. কোন বিশেষ উদ্দেশ্যে প্রাপ্ত অনুদানকে দেখাতে হবে-
i. আয়-ব্যয় বিবরণীতে ii. উদ্বৃত্ত্ব পত্রের দায় পাশে iii. উদ্বৃত্ত্বপত্রের সম্পদ পাশে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৩. অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করে-
i. সদস্যরা ii. পাওনাদারগণ iii. দেনাদারবৃন্দ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৪. রেডক্রস সোসাইটি নিচের কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত?
i. মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান ii. অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান iii. আর্থিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৫. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়?
i. টিউটোরিয়াল হোম ii. নৃত্য শিক্ষালয় iii. মসজিদ, মন্দির
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো-
i. মুনাফা অর্জন করা ii. সেবাদান করা iii. নতুন পণ্য উৎপন্ন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৭. এন. জি. ও কোন শ্রেণির ব্যবসায় প্রতিষ্ঠান?
i. ব্যবসায়ী প্রতিষ্ঠান ii. অব্যবসায়ী প্রতিষ্ঠান iii. মুনাফা প্রদানকারী প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
১৩৮. অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবকে কয়টি ভাগে ভাগ করা হয়?
i. ২টি ii. ৩টি iii. ৪টি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৩৯ ও ১৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
চৌরঙ্গী ক্লাবের ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর বছরে চাঁদা বাবদ প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, যার মধ্যে ২০১৫ সালের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা, ২০১৭ সালের অগ্রিম চাঁদা ৮,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। চলতি বছরের চাঁদা আদায় হয়নি ১,০০০ টাকা।
১৩৯. ২০১৬ সালের চাঁদা বাবদ আয়ের পরিমাণ কত?
(ক) ৬৭,০০০ টাকা (খ) ৬৮,০০০ টাকা (গ) ৭৭,০০০ টাকা (ঘ) ৭৮,০০০ টাকা
১৪০. অগ্রিম চাঁদা প্রাপ্তি ৮,০০০ টাকা হিসাবভুক্ত হবে-
i. প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে বিয়োগ করে ii. আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদা হতে বিয়োগ করে iii. আর্থিক অবস্থার বিবরণীতে অগ্রিম চাঁদা হিসাবখাতে দায় হিসাবে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১২৯. খ, ১৩০. খ, ১৩১. গ, ১৩২. খ, ১৩৩. ক, ১৩৪. খ, ১৩৫. গ, ১৩৬. খ, ১৩৭. খ, ১৩৮. খ, ১৩৯. খ, ১৪০. খ।
এমকে