ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র : কবিতা : জন্মভূমি
সুপ্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘কবিতা : জন্মভূমি’ থেকে ১২টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্পের শব্দার্থ ও টীকা, পাঠ-পরিচিতি, কবি ও লেখক-পরিচিতি ভালো করে পড়লে তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সহজে করতে পারবে।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : ‘জন্মভূমি’ কবিতাটির কবি কে?
উত্তর : ‘জন্মভূমি’ কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : কোনটি কবিকে আকুল করে?
উত্তর : ফুলের গন্ধ কবিকে আকুল করে।
প্রশ্ন : কবির কাছে মাতৃভূমি কীসের মতো?
উত্তর : কবির কাছে মাতৃভূমি মায়ের মতো।
প্রশ্ন : কার জনম সার্থক?
উত্তর : কবির জনম সার্থক।
প্রশ্ন : কবি দেশকে কী বলে অভিহিত করেছেন?
উত্তর : কবি দেশকে মা বলে অভিহিত করেছেন।
প্রশ্ন : দেশের ছায়ায় কার অঙ্গ জুড়ায়?
উত্তর : দেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।
প্রশ্ন : বনের ফুলের ঘ্রাণ কী রকমের?
উত্তর : বনের ফুলের ঘ্রাণ আকুল করা।
এমকে