এসএসসির রসায়ন : ষষ্ঠ অধ্যায়-মোলের ধারণা ও রাসায়নিক গণনা (২য় পর্ব)
সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বেশি নম্বর পেতে পুরো অধ্যায়টি আন্ডারলাইন করে মনোযোগসহকারে পড়বে এবং গুরুত্বপূর্ণ তথ্য খাতায় নোট করে রাখবে।
১১. একযোজী যৌগমুলক হলো-
(i) অ্যামোনিয়াম ii) নাইট্রেট iii) ফসফেট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১২. চিনির অণুতে কয়টি পরমাণু আছে?
(ক) ২৪ (খ) ৩৬ (গ) ৪৫ (ঘ) ৫৫
১৩. অ্যামোনিয়াম সালফেট অণুতে মোট কয়টি পরমাণু আছে?
(ক) ৯ (খ) ১০ (গ) ১৩ (ঘ) ১৫
১৪. রাসায়নিক সর্টহ্যান্ড নিচের কোনটি?
(ক) বিক্রিয়ক (খ) উৎপাদ (গ) বিক্রিয়া (ঘ) সমীকরণ
১৫. CO2 অণু গঠনে 3g কার্বন কত g অক্সিজেনের সাথে যুক্ত হয়?
(ক) ৮ (খ) ১২ (গ) ৩২ (ঘ) ৪৪
১৬. 10g CaCO2 তৈরি করতে CaO লাগে-
(ক) 5g (খ) 6g (গ) 4.4g (ঘ) 5.6g
১৭. CO2 অণু গঠনে 8g অক্সিজেন কত গ্রাম কার্বনের সাথে যুক্ত হবে?
(ক) 8 (খ) 12 (গ) 3 (ঘ) 44
১৮. 400g ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত?
(ক) 2 মোল (খ) 3 মোল (গ) 4 মোল (ঘ) 5 মোল
১৯. o.2M0.5ml Na2CO3 দ্রবণে কত গ্রাম Na2CO3 থাকে?
(ক) 4.3g (খ) 5.3g (গ) 5.6g (ঘ) 10.6g
২০. 10g NaOH-এর সাথে 5gCO2-এর বিক্রিয়া সম্পন্ন করা হলো। বিক্রিয়া-
(i) 15g (ii) 0.909gNaOH অবশিষ্ট থাকে (iii) 6.8 x 1022 টি H2O অণু উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর : ১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. ঘ, ১৫. ক, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. ঘ, ২০.গ।
এমকে