একাদশ ও দ্বাদশ হিসাববিজ্ঞান ২য় পত্র : প্রথম অধ্যায় (বারো পর্ব)
প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক উদাহরণ ও অনুশীলনীর অঙ্ক গুরুত্ব দিয়ে বারবার করবে। তাহলে বহুনির্বাচনি প্রশ্নে অঙ্ক আসলে তা সহজে করতে পারবে।
নিচের উদ্দীপকটি পড়ে ১৪১ থেকে ১৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মুক্তিযোদ্ধা ক্লাবের চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ ৪০,০০০ টাকা দেখানো হয়েছে। এর সাথে সমন্বয় সাধন করা হয়েছে অগ্রিম চাঁদা প্রাপ্তি ৫,০০০ টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ২,০০০ টাকা, এ বছরের অনাদায়ী চাঁদা ৬,০০০ টাকা ও বিগত বছরের অগ্রিম চাঁদা প্রাপ্তি ৩,০০০ টাকা।
১৪১. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে প্রভাব ফেলবে
i. বিগত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ২,০০০ টাকা ii. বিগত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৩,০০০ টাকা iii. চলতি বছরের অনাদায়ী চাঁদা ৬,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৪২. চলতি বছরে প্রাপ্তি ও প্রদান হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখানো হয়েছে?
(ক) ৩৮,০০০ টাকা (খ) ৪২,০০০ টাকা (গ) ৪৫,০০০ টাকা (ঘ) ৪৭,০০০ টাকা
১৪৩. আয়-ব্যয় হিসাবে প্রাপ্ত চাঁদার সাথে কত টাকা যোগ করা হয়েছে?
(ক) ৭,০০০ টাকা (খ) ৮,০০০ টাকা (গ) ৯,০০০ টাকা (ঘ) ১১,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৪ ও ১৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
একতা ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাবে ভাড়া প্রদান ৬৪,০০০ টাকা, এর মধ্যে পরবর্তী বৎসরের ভাড়া ৪,০০০ টাকা, বৎসর শেষে মোট ভাড়ার ১৫ অংশ বকেয়া রয়েছে।
১৪৪. সংশ্লিষ্ট বৎসরে মোট ভাড়ার পরিমাণ কত?
(ক) ৬০,০০০ টাকা (খ) ৬৮,০০০ টাকা (গ) ৭৫,০০০ টাকা (ঘ) ৭৬,৮০০ টাকা
১৪৫. সংশ্লিষ্ট বৎসরে বকেয়া ভাড়ার পরিমাণ কত?
(ক) ১৬,০০০ টাকা (খ) ১৫,০০০ টাকা (গ) ১২,৮০০ টাকা (ঘ) ১২,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সবুজ যুব সংঘের মোট সদস্য সংখ্যা ১০০ জন। প্রত্যেক সদস্য বছরে ১৫০ টাকা করে চাঁদা প্রদান করেন। বিগত বছরে ১০ জন ও চলতি বছরে ১৫ জন (বিগত বছরের ৫ জনসহ) চাঁদা বকেয়া আছে।
১৪৬. সমাপনী উদ্বৃত্তপত্রে কত টাকা বকেয়া চাঁদা দেখাতে হবে?
(ক) ৩,৭৫০ (খ) ৩,০০০ (গ) ২,২৫০ (ঘ) ৭৫০
১৪৭. সবুজ যুব সংঘের-
i. চলতি বছরের চাঁদা বাবদ রাজস্ব ১৫,০০০ টাকা ii. চলতি বছরের চাঁদা বকেয়া ২,২৫০ টাকা iii. প্রারম্ভিক বকেয়া চাঁদার পরিমাণ ১,৫০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪৮ ও ১৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাবুল স্মৃতি ক্লাবের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে চাঁদা প্রাপ্তি ছিল ৮০,০০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা আছে ১০,০০০ টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা চলতি বছরে আদায় হয়েছে ৫,০০০ টাকা এবং ২০১৬ সালের চাঁদা এ বছর পাওয়া গেছে ৮,০০০ টাকা।
১৪৮. ২০১৫ সালের চাঁদা বাবদ আয় কত?
(ক) ৫৭,০০০ টাকা (খ) ৭৭,০০০ টাকা (গ) ৮৩,০০০ টাকা (ঘ) ৮৭,০০০ টাকা
১৪৯. পরবর্তী বছরের অগ্রিম প্রাপ্ত চাঁদা দেখাতে হবে-
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
i. আয়-ব্যয় হিসাবের ডেবিট দিকে ৮,০০০ টাকা ii. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট দিকে চাঁদা হতে বাদ ৮,০০০ টাকা iii. উদ্বৃত্তপত্রের দায়ের দিকে অগ্রিম চাঁদা নামে ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৫০ থেকে ১৫২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঢাকা ক্লাবের প্রারম্ভিক আসবাবপত্র ছিল ১,০০,০০০ টাকা। এর মধ্যে চলতি বছরে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হয়েছে, ২০,০০০ টাকা, যার ক্রয়মূল্য ছিল ৪০,০০০ টাকা। চলতি বছরে নতুন আসবাবপত্র ক্রয় করা হয়েছে ৪০,০০০ টাকা। বছরের মাঝামাঝিতে আসবাবপত্র ক্রয় ও বিক্রয় করা হয়। আসবাবপত্রের উপর বার্ষিক ১০% হারে অবচয় ধরতে হবে।
১৫০. আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি বা লাভ কত টাকা হবে?
(ক) বিক্রয়জনিত ক্ষতি ১৬,০০০ টাকা (খ) বিক্রয়জনিত লাভ ১৮,০০০ টাকা (গ) বিক্রয়জনিত ক্ষতি ১৮,০০০ টাকা (ঘ) বিক্রয়জনিত লাভ ২০,০০০ টাকা
১৫১. আসবাবপত্রের অবচয়ের পরিমাণ কত?
(ক) ৪০০০ টাকা (খ) ৬,০০০ টাকা (গ) ৮,০০০ টাকা (ঘ) ১০,০০০ টাকা
১৫২. বছরশেষে আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্ত কত টাকা হবে?
(ক) ৯০,০০০ টাকা (খ) ৯২,০০০ টাকা (গ) ১,০০,০০০ টাকা (ঘ) ১,২০,০০০ টাকা
উত্তর : ১৪১. ক, ১৪২. ক, ১৪৩. গ, ১৪৪. গ, ১৪৫. খ, ১৪৬. গ, ১৪৭. ঘ, ১৪৮. খ, ১৪৯. খ, ১৫০. গ, ১৫১. ঘ, ১৫২. ক।
এমকে