নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় (দ্বিতীয় পর্ব)
সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় : এক‘ থেকে আরো ১৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তরে বেশী নম্বর পেতে পাঠ্যবইয়ের সাল, তারিখ, সংস্থার নাম গুরুত্ব দিয়ে এবং বিস্তারিতভাবে বুঝে পড়বে।
১৬। ১৯৬৫ সালে আইয়ুব খান কত ভোটে প্রেসিডেন্টে নির্বাচিত হন?
(ক) ৬৫ হাজার (খ) ৮০ হাজর (গ) ৮২ হাজার (ঘ) ৮৫ হাজার
১৭। ভাষা আন্দোলনের ফলে-
i. বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয় ii.জাতীয়তাবাদের উন্মেষ ঘটে iii. বাঙালি অধিকার আদায়ে সচেষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii গ. iii ঘ. i, ii ও iii
১৮। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসনে কয়টি রাষ্ট্রের জম্ম হয়?
(ক) ১টি (খ) ২টি (গ) ৩টি (ঘ) ৪টি
১৯। ভাষা আন্দোলনের সময় চাকমারা কোন ভাষাকে সমর্থন করেছিল?
(ক) বাংলা (খ) আরবি (গ) উর্দু (ঘ) মান্দি
২০। কখন উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়?
(ক) ১৯৪৭ সালের ১৭ আগস্ট (খ) ১৯৪৭ সালের ১৭ জুন (গ) ১৯৪৭ সালের ১৪ আগস্ট (ঘ) ১৯৪৭ সালের ১৭ মে
২১। তমদ্দুন মজলিশ একটি-
(ক) সামাজিক প্রতিষ্ঠান (খ) রাজনৈতিক প্রতিষ্ঠান (গ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান (ঘ) তথ্য-ভিওিক প্রতিষ্ঠান
২২। ড. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
(ক) রাজশাহী বিশ্ববিদ্যালয় (খ) আলিগড় বিশ্ববিদ্যালয় (গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
২৩। কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়?
(ক) শেরে বাংলা এ কে ফজলুল হক (খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ (গ) মুহাম্মদ এনামুল হক (ঘ) অধ্যাপক আবুল কাশেম
২৪। মোহাম্মদ আলী জিন্নাহ কোন রাজনৈতিক দলের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিয়েছিলেন?
(ক)মুসলিম লীগ (খ) তমুদ্দন মজলিশ (গ) আওয়ামী মুসলিম লীগ (ঘ) গণ আজাদী লীগ
২৫। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয়-
(ক) ১৯৪৭ সালের ১৪ আগস্ট দিনে (খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাতে (গ) ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে (ঘ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট দিনে
২৬। কখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
(ক) ২ জানুয়ারি, ১৯৪৭ (খ) ২ মার্চ, ১৯৪৭ (গ) ২ জানুয়ারি, ১৯৪৮ (ঘ) ২ মার্চ, ১৯৪৮
২৭। উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত সর্বপ্রথম গৃহীত হয়-
(ক) করাচীতে (খ) ঢাকায় (গ) লাহোরে (ঘ) ইসলামাবাদে
২৮।‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’এটি একটি-
(ক) কাব্যগ্রন্থ (খ) নাটক (গ) উপন্যাস (ঘ) পুস্তিকা
২৯। কখন ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ’নতুন করে গঠিত হয়?
(ক) ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে (খ) ১৯৪৭ সালের নভেম্বর মাসে (গ) ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (ঘ) ১৯৪৭ সালের অক্টোবর মাসে
৩০। ধীরেন্দ্রনাথ দত্ত কোন পরিষদের সদস্য ছিলেন?
(ক) পাকিস্তান গণপরিষদ (খ) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রম পরিষদ (গ) রাষ্ট্রভাষা সংগ্রম পরিষদ (ঘ) তমুদ্দন মজলিশ
৩১। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কখন গঠিত হয়?
(ক) ৪ জানুয়ারি ,১৯৪৮ (খ) ৩ জানুয়ারি ,১৯৪৮ (গ) ১১ মার্চ, ১৯৪৮ (ঘ) ১১ মার্চ, ১৯৪৭
৩২। ১৯৪৮ সনে কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন?
(ক) শামসুল হক (খ) ধীরেন্দ্রনাথ (গ) অলি আহাদ (ঘ) খাজা নাজিমুদ্দীন
উত্তর : ১৬.খ, ১৭.ঘ, ১৮. খ, ১৯.ক, ২০.ঘ, ২১.গ, ২২.ঘ, ২৩. ঘ, ২৪. ক, ২৫.গ, ২৬. ঘ, ২৭.ক, ২৮.ঘ, ২৯.ক, ৩০. ক, ৩১. ক, ৩২.ঘ।
সহকারী শিক্ষক , পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
এমকে