বাংলা ভাষার প্রথম ব্রাউজার দুরন্ত
দেশে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলা ভাষার একটি ব্রাউজার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাইভ টেকনোলজিস লিমিটেডের সঙ্গে অংশীদারির মাধ্যমে ‘দুরন্ত’ নামের ব্রাউজারটি নিয়ে এসেছে ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দুরন্ত ব্রাউজারের মাধ্যমে বাংলা ভাষা ভিত্তিক প্রথম বাংলাদেশি এ ব্রাউজারে লাইভ টিভি, ভিডিও, অডিও গান, এফএম রেডিও, খেলাধুলা ও তথ্য বিনোদনমূলকসহ বিভিন্ন ধরনের কনটেন্ট রয়েছে। ব্রাউজারটি ব্যবহারের বড় সুবিধা হলো এটি খুব কম ডেটা ব্যবহার করে চালানো যায়। অযাচিত বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে আটকে যাওয়ার পাশাপাশি দ্রুত গতির ব্রাউজিংয়ের স্বাদ উপভোগ করা যায়।
বাংলা ভাষা কেন্দ্রিক দুরন্ত ব্রাউজারটি মোবাইলের মাধ্যমেই ব্যবহার করা যাবে। সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে-স্টোর অথবা https://duronto.com.bd/ থেকে ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
একে/এসএসএইচ