বিআইজেএফ নির্বাচন ২৩ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা
তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার তফসিল ঘোষণা করেন বিআইজেএফ নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, সদস্য পল্লব মোহাইমেন ও এ আর এম মাহমুদ হোসেন।
তফসিলে বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র কেনা যাবে ২৭ আগস্ট থেকে এবং মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বর।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর।
ভোট গ্রহণ করা হবে ২৩ সেপ্টেম্বর এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক ও নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এএ