রবিতে মেয়াদহীন ইন্টারনেট প্যাকেজ চালু
সীমাহীন মেয়াদ এবং সীমাহীন ভলিউমের ডাটা প্যাকেজ এনেছে রবি। যারা মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে আগ্রহী তাদের জন্য সীমাহীন মেয়াদের প্যাকেজ এবং নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন ডাটা ব্যবহার করতে আগ্রহী গ্রাহকদের জন্য সীমাহীন ভলিউমের প্যাকেজ এনেছে অপারেটরটি।
১০, ২০ ও ৫০ জিবির সীমাহীন মেয়াদের ডাটা প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। বাজারে থাকা অন্যান্য ডাটা প্যাকের মধ্যে গ্রাহকদের জন্য এই ১০ জিবির ডাটা প্যাকটি আকর্ষণীয় দামে নিয়ে এসেছে রবি।
এছাড়া গ্রাহকরা ২৩ টাকায় ২ ঘণ্টা এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টা সীমাহীন ডাটা উপভোগ করতে পারবেন। সকল ডাটা ব্যবহারকারী গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এই প্যাকগুলোতে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য।
রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন যা এই শিল্পে সর্বোচ্চ। আকর্ষণীয় এই ডাটা প্যাকগুলো রবির গ্রাহকদের ডিজিটাল জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করছে অপারেটরটি।
মোট গ্রাহকের ৬৫ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে এই সেবা প্রদানে অগ্রণী অবস্থানে রয়েছে রবি।
এএ