নতুন আইফোনে থাকবে না পাওয়ার-ভলিউম বাটন!
গত বছর সেপ্টেম্বরে বাজারে এসেছে আইফোন ১৪। এখন আলোচনা চলছে আইফোন ১৫ নিয়ে। চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে পারে ফোনটি।
এরই মধ্যে এই সিরিজের ফোনগুলো নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। নতুন আইফোনে বাটনগুলো বাদ দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
গণমাধ্যমগুলো বলছে, আইফোন ১৫ প্রো সিরিজটি বিভিন্ন বড় ডিজাইনের পরিবর্তন নিয়ে আসবে। গত কয়েক বছরের মধ্যে নতুন আইফোন সিরিজের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর আগে যেভাবে হেডফোন জ্যাক থেকে বাদ দিয়েছিল সে ভাবেই আইফোন থেকে সব ধরণের ফিজিক্যাল বাটন অপসারণ করা হতে পারে।
অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও দাবি করেছিলেন, আইফোন ১৫ সিরিজের মডেলগুলো একটি সলিড স্টেট বাটন ডিজাইনের জন্য তাদের ফিজিক্যাল বাটনগুলোকে বাদ দেবে। অর্থাৎ পাওয়ার বা ভলিউম বাটন কিছুই থাকবে না।
তাহলে বলা যায়, অ্যাপল আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল দুটিতে ভলিউম রকার এবং পাওয়ার বাটনগুলোর মতো এই ফিজিক্যাল বাটনগুলো প্রতিস্থাপন করার পরিকল্পনা করেছে।
একটি নতুন টুইটে কুও বলেছেন, এই সলিড স্টেট বাটনগুলো একটি ট্যাপটিক ইঞ্জিনের সাথে আসবে। যা তাদের ফিজিক্যাল বাটনের ফোর্স ফিডব্যাক অফার করতে সক্ষম করবে।