জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী

Dhaka Post Desk

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৮ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম


জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী

বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জনসংখ্যার ঘনত্ব এবং বৃদ্ধি বাংলাদেশের উন্নয়নের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

কবিতায় তিনি বলেন, ‘চেষ্টা করলে বাঙালির কাছে অসাধ্য কিছু নয়’।

শুক্রবার ডিজিটাল মেলার দ্বিতীয় দিনের এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ে ভয়ের কিছু নেই। বাংলাদেশের দক্ষতা অর্জনে তরুণদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে।

সেমিনারের আয়োজন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। এতে বিশেষ অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, দেশে বৃহত্তর ডিজিটাল পরিবর্তন সম্পন্ন হয়েছে এখন স্মার্ট বাংলাদেশের প্রতি নতুন পরিবর্তনের দিকে এগিয়ে জেতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস এবং মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ড. লাফিজা জামাল।

তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে ভোক্তা নয়, সরবরাহকারী হিসেবে গড়ে উঠতে হবে। গবেষকদের শিল্পকারখানা ও সরকারের একসাথে কাজ করা প্রয়োজন, না হলে কাজগুলো শুধু প্রোটোটাইপ হিসেবেই থেকে যায়। 

তিনি গবেষণা ও উন্নয়ন খাতে স্থানীয় কোম্পানি ও সরকারের বিনিয়োগের অভাব এর ওপর গুরুত্বারোপ করেন।

সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন এল এম এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আব্দুস সালাম।

আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, জেডটিই কর্পোরেশন দক্ষিণ বিষয়ক চিফ মার্কেটিং অফিসার লিউ ঝেন উ, ডাটা সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, নকিয়া বাংলাদেশের কান্ট্রি হেড আরিফ ইসলাম।

Link copied