টুইটারকে বাঁচাতে সাহায্য প্রার্থনা মাস্কের

Dhaka Post Desk

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৯ এএম


টুইটারকে বাঁচাতে সাহায্য প্রার্থনা মাস্কের

সংস্থাকে বাঁচাতে হাড়ভাঙা পরিশ্রমের পাশাপাশি চালু করতে হয়েছে একাধিক নতুন নিয়ম। তবুও টুইটারের বিপদ একেবারে কাটেনি। তাই এবার সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন টুইটারের সিইও ইলন মাস্ক। 

মাস্কের মতে, টুইটারকে বাঁচাতে সবার সাহায্যই খুব প্রয়োজন। 

প্রসঙ্গত, টুইটার কেনার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটের আয় বাড়াতে একাধিক বিতর্কিত পদক্ষেপ করেছেন মাস্ক। তার মধ্যে অন্যতম হলো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই। এমন পরিস্থিতিতে রোববার বেশ কয়েকটি টুইট করেন মাস্ক। সেখানে তিনি জানান, গত তিন মাস আমাদের জন্য খুবই কঠিন ছিল। টুইটারকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছি। একই সঙ্গে টেসলার ও স্পেসএক্সের যাবতীয় কাজ করতে হয়েছে। আশা করি আর কাউকে যেন এই যন্ত্রণা ভোগ করতে না হয়। এখনও অনেক সমস্যা রয়েছে টুইটারে। আগামী দিনে টুইটারকে এগিয়ে নিয়ে যেতে সবার সাহায্য একান্ত প্রয়োজন।

পরে আরও একটি টুইট করে মাস্ক বলেন, ‘ছোটখাট বেশ কয়েকটি সমস্যা ছিল টুইটারে। কিছুটা সমাধান করে ফেললেও প্রাথমিক স্তরেই এখনও অনেকটা ত্রুটি রয়ে গিয়েছে। চলতি সপ্তাহে এই সমস্যাগুলো মেটানোই টুইটারের একমাত্র প্রধান কাজ।’ 

এমএ

Link copied