ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স কমিউনিটি এক্সকার্শন অনুষ্ঠিত
দেশের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের অ্যানুয়াল এক্সকার্শন ২০২৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের প্রায় ৫০টির বেশি প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনের প্লাটিনাম স্পনসর ছিল পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার আমারপে, গোল্ড স্পনসর ছিল ঢাকাকোলো প্রাইভেট লিমিটেড ও এক্সনহোস্ট, এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে ছিল ভেনহোস্ট ও হোস্টএভার, মিডিয়া স্পনসর ছিল ঢাকা পোস্ট ও দেশ রূপান্তর।
দিনব্যাপী এই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট।
সন্ধ্যায় এক সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজনের আহ্বায়ক সালেহ আহমেদ ও সমন্বয়ক শাকিল আরেফিন।