অবকাঠামো শেয়ারিং টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল টেলিযোগাযোগ খাতে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে মোবাইল অপারেটর ও এনটিটিএনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অবকাঠামো শেয়ারিং জরুরি। অবকাঠামো শেয়ারিং মোবাইল টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে।
তিনি বলেন, আমরা যদি যৌথভাবে অবকাঠামো ব্যবহার করতে পারি, তাহলে বিদ্যুৎ ও অন্যান্য শক্তির সঠিক ব্যবহার হবে। এছাড়া প্রতিটি এলাকায় সব অপারেটর সেবা প্রদানে সক্ষম হবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে যৌথভাবে টেলিকম অবকাঠামো ব্যবহারের লক্ষ্যে টেলিটক, বাংলালিংক ও সামিট টাওয়ার্স লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি মোবাইল অপারেটরকে দেশে মোবাইল সেবার অনুমোদন দিয়েছিলেন। এর মাধ্যমে মোবাইল ফোন সাধারণের দোরগোড়ায় পৌঁছে যায়। ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেট প্রবর্তন ও কম্পিউটারের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করে ডিজিটাল প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা তার হাত ধরেই শুরু হয়। বঙ্গবন্ধু কর্তৃক আইটিইউ ও ইউপিইউয়ের সদস্যপদ অর্জন ও ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে দেশে ইন্টারনেট বিপ্লব বা তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা হয়।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় টেলিকম এখন বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। একসময় আমরা এসএমএস পাঠিয়ে খুশি হতাম কিন্তু এখন ফোরজি নেটওয়ার্ক যথেষ্ট মনে হয় না। ভয়েস কলের প্রাধান্য এখন আর নেই, এটা ডাটা নির্ভর কলে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তরের জন্য বড় হাতিয়ার হচ্ছে অবকাঠামো। চার অপারেটরকে চারটি টাওয়ারে যুক্ত করার পরিবর্তে একটি টাওয়ারে যুক্ত করতে পারলে ব্যবহারকারীরা যেমন উপকৃত হবে তেমনি বিনিয়োগও কমে আসবে। ফলে অপারেটররাও লাভবান হবে।
মোস্তাফা জব্বার বলেন, সামনের দিনে ফাইভজিতে রূপান্তরের সময় অনেক বেশি অবকাঠামোর দরকার হবে। এ ক্ষেত্রে প্রত্যেক অপারেটরদের জন্য আলাদা আলাদা অবকাঠামো করা অনেক বেশি কঠিন হবে। যৌথভাবে টেলিকম অবকাঠামো ব্যবহারের লক্ষ্যে বাংলালিংক, টেলিটক ও সামিট টাওয়ার্স লিমিটেডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও সামিট টাওয়ার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আল ইসলাম বক্তব্য রাখেন।
ওএফএ/কেএ