দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা

Dhaka Post Desk

দিনার হোসাইন হিমু 

১২ মার্চ ২০২৩, ০১:৫৫ পিএম


দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা

প্রতীকী ছবি

মেটা আগামী কয়েক মাসের মধ্যে ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যা গত বছরের কর্মী ছাঁটাইয়ের সংখ্যার প্রায় সমান। গত বছর মোট কর্মীর প্রায় ১৪ শতাংশ ছাঁটাই করা হয়।

মেটা চার মাস আগেও ১১,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি দ্বিতীয় দফায় ব্যাপক ছাঁটাইয়ের ঘোষণা দেবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, নতুন ছাঁটাইয়ের প্রথম পর্বের ঘোষণা আগামী সপ্তাহে করা হবে এবং এটি নন-ইঞ্জিনিয়ারিং পদগুলোকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই কাট-ছাঁটের পাশাপাশি প্রতিষ্ঠানটি কিছু প্রকল্প এবং টিম বন্ধ করে দেবে বলেও ধারণা করা হচ্ছে। রয়টার্স এই ব্যাপারে মেটার কাছে কিছু জানতে চাইলে তাৎক্ষণিক কিছু বলতে অস্বীকৃতি জানায় মেটা।

তবে গত শুক্রবার মেটা জানিয়েছে, তারা গ্রাহক সেবা দাতা প্রতিষ্ঠানের কৌশলগত বিকল্প খুঁজছে।

রয়টার্সকে পাঠানো এক ই-মেইল বার্তায় ফেইসবুকের প্রধান জানান, আমরা বর্তমানে কুস্টোমারের কৌশলগত বিকল্প খুঁজছি।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করে বলেছে, মেটা তার মূল ব্যবসায় পুনরায় ফোকাস করার জন্য কুস্টোমারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

কুস্টোমার ফোন, ইমেইল, টেক্সট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে যোগাযোগের জন্য সিআরএম সফটওয়্যার বিক্রি করে। কোভিড-১৯ মহামারীর সময় এর ব্যবহার বেড়ে গিয়েছিল।

Link copied