বিশ্বব্যাপী গুগলের সার্ভিস ডাউন ছিল এক ঘণ্টা

Dhaka Post Desk

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ মার্চ ২০২৩, ১০:০১ এএম


বিশ্বব্যাপী গুগলের সার্ভিস ডাউন ছিল এক ঘণ্টা

বিশ্বব্যাপী জিমেইলসহ গুগলের সার্ভিস ডাউনের খবর পাওয়া গিয়েছে। মেইল পরিষেবাটি কাজ না করায় গোটা বিশ্বের একাধিক জায়গায় তার প্রভাব পড়ে।

বৃহস্পতিবার গুগল ড্রাইভ, জিমেইল এবং ইউটিউবের মতো পরিষেবাগুলো বেশ কয়েকজন ইউজারের কাছে অ্যাক্সেসযোগ্য ছিল না। 

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় এই সমস্যা শুরু হয়। আর জিমেল খুলতে না পারায় নাজেহাল হন অনেকেই। 

জিনিউজের খবরে জানানো হয়, টেক জায়েন্ট গুগলের সার্ভিস ডাউনের ফলে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ইউটিউব, জিমেইল সবকিছুই থমকে গিয়েছিল। ভারতের প্রায় ১৫০০ ইউজার এই নিয়ে রিপোর্ট করেছে। এই বিভ্রাটটি প্রায় এক ঘণ্টার মতো চলে। দুপুর ১২ টার দিকে আবার ঠিকভাবে কাজ করতে শুরু করে জিমেল।

ভারতসহ বিশ্বের অনেক শহরেই পরিষেবাটি বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে। এছাড়া গুগলের একাধিক ওয়েবসাইট, অ্যাপ, ডুয়ো, গুগল মিট, হ্যাঙ্ক আউট, ডকুমেন্ট, গুগল শিট, প্রায় সবকিছুই ডাউন ছিল বেশ কিছুক্ষণ। 

এমজে

Link copied