বিআইজেএফ ও টিএমজিবি'র নতুন কমিটিকে শুভেচ্ছা জানাল বিসিএস

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং টেকনোলজি মিডিয়া গিল্ড অব বাংলাদেশের (টিএমজিবি) নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
রোববার রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে বিসিএস আয়োজিত তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার এবং দোয়া মাহফিলে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এবং টিএমজিবির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, সংবাদকর্মীদের সংগঠনদের আমরা বরাবরের মতো গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। প্রযুক্তি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রযুক্তি খাতের খুঁটিনাটি উঠে আসে। নতুন নেতৃত্ব সংবাদকর্মীদের আরো বেশি সমৃদ্ধ হতে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। বিসিএস এর সঙ্গে প্রযুক্তি সাংবাদিকদের সখ্যতা প্রথম থেকেই। এই সখ্যতা এবং সুসম্পর্ক সবসময় বজায় থাকবে।
তিনি এসময় উল্লেখ করেন, প্রযুক্তি পণ্য বিশেষ করে প্রযুক্তি ব্যবসায়ীরা পিসি ও প্রিন্টারসহ বেশকিছু পণ্য দেশেই অ্যাসেম্বল করে উল্লেখ করে আমদানি ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাটযুক্ত করা মোটেই যৌক্তিক নয়। আর এই সিদ্ধান্তের ফলে রিটার্নের চেয়ে দাম বৃদ্ধির ফলে তা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই আগামী বাজেটে এই অতিরিক্ত শুল্ক এবং ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানাই।
তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) সভাপতি নাজনীন নাহার বলেন, টেকনলোজি ইনক্লুশনের যে জায়গায় আমরা এখন আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, সেটা একদিবে খুবই ভালনারেবল। অন্যদিকে এনকারেজিংও। এই কঠিন জায়গায় আরো কাজ করতে হবে। কেননা, আমরা এখনো প্রসেসর তৈরি করতে পারছি কি? আমাদের হার্ডওয়্যারের মেনুফ্যাকচারিং প্লান্ট নিয়ে প্রশ্ন রয়েছে! তাই আমরা বিসিএস এর কাছে কোন হার্ডওয়্যার পণ্যগুলোর কত অংশ বাংলাদেশ তৈরি করছে তার তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা এসব বিষয় নিয়ে গবেষণা করে বাধা ও উত্তরণের পথ খুঁজতে চাই।