চট্টগ্রামে টেকনোর নতুন তিন আউটলেট
টেকনো চট্টগ্রামে তিনটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। সম্প্রতি নতুন এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর উদ্বোধন করা হয়।
চট্টগ্রামের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট তিনটি গ্রাহকদের একই উচ্চমানের পণ্য ও সেবা প্রদানের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে।
জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ আউটলেটগুলো উদ্বোধন করা হয়। ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, টেকনো বাংলাদেশের হেড অব বিজনেস সাইফুর রহমান খান এবং টেকনো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. আসাদুজ্জামান এসময় উপস্থিত ছিলেন ।
ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, একই দিনে চট্টগ্রামে তিনটি ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা টেকনোর জন্য রোমাঞ্চকর মাইলফলক। সমর্থন জানাতে আসা বিশাল জনতা দেখে আমরা সত্যিই অভিভূত হয়েছি। টেকনো'র পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যারা এটি সম্ভব করেছেন।
তিনি বলেন, আমরা আমাদের গ্রাহকদের কাছে সেরা পণ্য ও সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেটগুলোর মাধ্যমে এমন অনন্য সেবা অব্যাহত রাখব।
টেকনো চট্টগ্রামের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটে গ্রাহকদের স্বাগত জানাতে বিভিন্ন আকর্ষণীয় উপহার জেতার সুযোগ রেখেছেন।